গত সোমবার ওপার বাংলা তথা বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে যাত্রীবাহী একটি ট্রেন এবং একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুচড়ে যায়। এখনও অবধি সরকারের তরফে দুর্ঘটনাটিতে ১৮ জন মৃত ও শতাধিক আহত বলে জানানো হয়েছে।
দুপুর দুটো নাগাদ দূর্ঘটনাটি ঘটে এবং তারপর থেকে আজ মঙ্গলবার ভোর পাঁচটা অবধি চলে উদ্ধার কার্য। দুর্ঘটনা স্থানে এখনও ছড়িয়ে আছে মৃত দেহের টুকরো। উৎসবের মরশুমে নিজের আপন জন হারিয়ে শোকাহত পরিবার পরিজন সহ গোটা দেশ। স্থানীয় লোকেরাও উদ্ধারের কাজে সাহায্যে নেমে পরে। তবে খবর ছড়ানো মাত্র চারপাশ থেকে কৌতূহলী মানুষদের ভিড় জমে উদ্ধার কার্যের গতি কিছুটা মন্থর হয়ে পরে।
দূর্ঘটনাটি হয় ঢাকা যাওয়ার এগ্রা সিন্ধু ট্রেনের সাথে এ কটি মালগাড়ির। এর ফলে ওই লাইনে প্রায় ৭ঘণ্টার জন্য রেল চলাচল ব্যাহত হয়। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ওই স্থানের নরকীয় অবস্থা এখনও চোখে পড়ার মতো ।
ছবি সংগৃহীত।