উত্তর প্রদেশের অযোধ্যায় শনিবার পালন হলো দিপোৎসব। প্রতিবছর ভুত চতুর্দশী তিথিতে এই দীপের উৎসব পালন করা হয়। প্রতিবার এইদিন সাধারণ মানুষ সর্যু নদীর পাড় বরাবর মাটির প্রদীপ জ্বালান। মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। উত্তর প্রদেশ সরকারের উদ্যোগে এই উৎসবের আয়োজন হয় এবং প্রশাসনের করা নজরদারিতে সম্পন্ন হয় দিপোৎসব।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়ার প্রস্তাব পাশ হয় করোনা কালেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মন্দির নির্মাণের অর্থ। এখনও অবধি প্রথম তলার নির্মাণের কাজ চলছে। জানা যায় চলতি বছরের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যেই মন্দির নির্মাণের জন্য প্রথম ভাগের কাজ সম্পন্ন হবে। এবং মোটামুটি ওই সময় থেকেই ভক্ত দের জন্য খুলে দেওয়া হবে মন্দির। এবং মন্দিরটির বাকি তল গুলো বানাতে আরও এক বছর সময় লেগে যেতে পারে বলেই মন্দির তরফে জানানো হয়েছে।
সব মিলিয়ে দেশের সব প্রান্তেই দীপাবলিতে আনন্দের ঢল নেমেছে। অযোধ্যায়ও তার ব্যতিক্রম হচ্ছেনা। সকলেই নিজস্ব মনের ইচ্ছে পূরণের জন্য ভগবান রামের সামনে মাটির প্রদীপ দিয়ে আশীর্বাদ নিতে আসেন।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D