শিশু রাম পূজিত হন রাম লালা নামে। পুরাণ অনুসারে রাম অযোধ্যাধিপতি দশরথের সন্তান। এবং পরে নিজেও রাজ্যের সিংহাসনে বসেন। ইতিহাসের বিচারে ঘটনা অনেকদিনের। তারপর সমুদ্রের ঢেউয়ের ন্যায় সময় কেটেছে। শিশু রামের আরাধনায় বানানো হয় রাম মন্দির। পরে সেই মন্দির ধ্বংস এবং সেই স্থানে মসজিদ স্থাপন পরে সেই মন্দির ভাঙ্গা এবং প্রত্নতাত্বিক পরীক্ষা নিরীক্ষার ওই স্থানে পুরানো হিন্দু মন্দিরের নিদর্শন পাওয়া সব মিলিয়ে কেটে গেছে ৫০ এরও বেশি বছর।
অবশেষে ২০১৯ সালে আদালতের রায় অনুসারে অযোধ্যায় এই বিশাল রাম লালা মন্দির স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা বাস্তবায়ন হতে চলেছে চলতি জানুয়ারি মাসের ২২তারিখ। কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝে প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের সকল প্রিয় রাম লালার। বহু প্রতীক্ষিত এই মন্দির আগামী ২২শে জানুয়ারি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।
থাকবে ড্রোন শো এছাড়াও উপস্থিত থাকবেন দেশের প্রথম শ্রেণীর বিশিষ্ট লোকেরা।
সব মিলিয়ে রাম লালার ঘরে ফেরার আনন্দে আনন্দিত অযোধ্যাবাসী।
ছবি সংগৃহীত।