সম্প্রতি সংবিধানের "অনুচ্ছেদ নম্বর ৩৭০" প্রসঙ্গে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট, জানিয়েছে জম্মু কাশ্মীর এর অধিকার বিলোপ অসাংবিধানিক নয়। ৩৭০ ধারাটি সম্পূর্ন অস্থায়ী একটি বিধান, যেটি বাতিল করার অধিকার সম্পূর্ন ভাবে রয়েছে দেশের মানোনি রাষ্ট্রপতির কাছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের ভুস্বর্গ জম্মু কাশ্মীর কে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।
জম্মু ও কাশ্মীরের এই বিশেষ অধিকার প্রসঙ্গে আমাদের মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের এই রায় কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন, তিনি আরও বলেন যে " জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানুষকে আরও এক বার আশ্বস্ত করে বলতে চাই, আমি আপনাদের স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর , প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, উন্নয়ন এবং অগ্রগতির সুবিধা প্রান্তিক এবং দুর্বল মানুষদের কাছেও পৌঁছে দিতে চাই । যাঁরা ৩৭০ অনুচ্ছেদের জন্য ভুক্তভোগী, তাঁদের কাছেও সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “এই রায় শুধু আইনি রায় নয়, এটি একটি আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি, শক্তিশালী এবং অখণ্ড ভারত গড়ার সম্মিলিত সংকল্পের প্রমাণ।”
আশা করা যাচ্ছে আগামী বছর সেপ্টেম্বরের - অক্টোবরের মধ্যেই আমরা জম্মু ও কাশ্মীর এ বিধানসভা নির্বাচন দেখতে পাবো। ভূস্বর্গ কাশ্মীরকে তার নিত্য ছন্দে ফিরতে দেখতে ব্যাকুল হয়ে রয়েছে গোটা দেশ।