অনির্দষ্টকালের বিরতির আবেদন বিরাট কোহলির, তবে কি আবারও হৃদয় ভাঙবে ক্রিকেট প্রেমীদের:
29 November 2023
4 Viewed 4
চলতি মাসে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়ে সকল ভারতীয় যে দুঃখ পেয়েছে তা ওইদিন খেলতে নামা ভারত মায়ের এগারোজন সন্তানের ব্যাথার কাছে খুবই অল্প।
আর এরপর থেকেই বিরাট ও রোহিতের খেলার কেরিয়ার নিয়ে একের পর এক সম্ভাবনার কথা উঠে আসছে। এরই মধ্যে ব্যাথা বাড়িয়ে দিল সম্প্রতি সূত্রের কাছ থেকে আসা একটি খবরে। যেখানে জানা যাচ্ছে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নিজের জন্য ওডিআই ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য বিরতির আবেদন করেছেন।
ফলত সাউথ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া এক দিনের সিরিজে দেখা যাবেনা বিরাটকে। তবে টেস্ট ম্যাচ গুলিতে তিনি খেলবেন বলেই খবর। এ বিষয়ে রোহিত শর্মার খেলার খবরও অনিশ্চয়তার মধ্যে। কি হতে চলেছে সেটা জানার জন্য সকলের নজর এখন দল ঘোষণার উপর।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D