আসছে নববর্ষ। একটা নতুন বছর ২০২৪। ২০২৩ এর সমস্ত খারাপ বিসর্জন দিয়ে শুরু হবে নতুন একটা বছর। আর বছর শুরুর সেই দিনটি উদযাপন করতে ঢল নামে কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে থাকা কিছু বিখ্যাত এবং দর্শনীয় স্থানে। আপনিও চাইলে ঢু মেরে আসতেই পারেন।
তবে বড়দিনের পর থেকে নিম্নের স্থান গুলি অন্য সাধারণ দিনের তুলনায় আরও শতগুণে বেশি জনবহুল হয়ে পরে। তাতে যদিও সমস্যা যদিও কিছু নেই । এই সব আনন্দ উৎসবের মধ্যে পরিবার পরিজন নিয়ে মেতে ওঠা বাঙ্গালীর লক্ষ্য।
এই বিশেষ দিনে সব থেকে বেশি জনবহুল এবং দর্শনীয় স্থান গুলির মধ্যে রয়েছে দক্ষিণেশ্বর, চিড়িয়াখানা, জাদুঘর, বিড়লা বিজ্ঞান মন্দির, ভিক্টোরিয়া, সাইন্স সিটি, ইকো পার্ক, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক, পরেশ নাথ মন্দির, নৈহাটি বড়মার মন্দির আরও অনেক।নতুন বছরের ছোট ছুটি কাটাতে একদিন বেড়িয়ে আসুন সপরিবারে।