প্রতিবছরই কালীপুজোর দুদিন আগে ধনতেরাস উৎসবে মেতে ওঠে বাঙালি। এবারেও তার অন্যথা হচ্ছেনা। আগামী শুক্রবার ১০ই নভেম্বর ধনতেরাসের শুভ সূচনা যার শুভক্ষণ পরদিন অর্থাৎ শনিবার সকাল পর্যন্ত থাকবে।
ধনসম্পদের দেবীকে তুষ্ট করতে এইদিন টি পালন করা হয়। প্রচলিত আছে এই নির্ধারিত দিনে শুভক্ষণ মেনে সোনা বা রূপা কিনলে সংসারে লক্ষ্মী লাভ হয় এবং ধনসম্পদ বৃদ্ধি হয়।
প্রতিবার দীপাবলির ঠিক দুদিন আগে এই দিনটি পালন হয় এরপরই আসে দীপাবলি, ভাইফোঁটার মতো রঙিন এবং ভ্রাতৃত্ববোধের উৎসবগুলো। তবে এই দিনটিতে শুধু সোনা নয় অনেক ক্ষেত্রে পিতল বা ঝাড়ু কেনারও চল রয়েছে।
যার যেমন সামর্থ সে তেমন জিনিস কেনেন। নতুন কিছু জিনিসের আবির্ভাবে গৃহে লক্ষ্মীর স্থায়িত্ব বাড়ে বলেই ধারণা। তবে একদিনের উঠতি সোনার দাম আজ একটু পড়েছে, যাতে খুশি বিশেষত মধ্যবিত্ত বাঙালি থেকে স্বয়ং ধনদেবী নিজেই।
ছবি সংগৃহীত।