ভারতের আরও অনেক শহরের মতো কলকাতাও চিরকাল সব ধর্ম বর্ণের মিলনস্থল। সব ধর্মের মানুষ যেমন এখানে বসবাস করে তেমনই একে অপরের উৎসবে মেতেও ওঠে। আসছে ২৫ শে ডিসেম্বর, খ্রিস্টানদের প্রধান উৎসব অর্থাৎ বড়দিন। আর এই উৎসবেও সেজে উঠেছে কলকাতা।
আর এই বড়দিনের উৎসবের কেন্দ্র হলো পার্কস্ট্রিট । আজ থেকেই সেজে উঠেছে পার্ক স্ট্রিটের অলি গলি। রঙিন আলো বাহারি খাবারের দোকানে সেজে উঠেছে রাস্তা ঘাট। সারা রাত আলোর উৎসবে আনন্দে মেতে উটছে শহর কলকাতা। শহরে ঢল নেমেছে মানুষের।
উৎসব চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত । ইতিমধ্যেই যীশুর জন্মদিনে মেতেছে কলকাতা সহ পশ্চিম বঙ্গ। সজাগ লাল বাজারও। আইনি নজরদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে। যাঁরা হোটেলে থাকার সিদ্ধান্ত নিয়েছে তাঁদের সকলের নিরাপত্তার বিষয়েও নজর রাখবে কলকাতা পুলিশ। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
ছবি সংগৃহীত।