ভ্রমণপিপাসু বাঙালি মানেই , মনের ভিতর অনবরত চলতে থাকে ঘুরতে যাওয়ার স্পৃহা, শহরের কোলাহল থেকে কদিনের জন্য মুক্তি পেতে বারে বারে ছুটে যায় কিছুদিনের নিরিবিলি জীবনের স্বাদ পেতে। সেই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের টানেই বেশিরভাগ পর্যটকের একমাত্র ডেস্টিনেশন "পাহাড়"।
আমাদের কাছে পাহাড় মানেই প্রাকৃতিক সন্দর্যে মোরা এক অন্য পৃথিবী, আলাদা অনুভুতি । পাহাড় জিনিসটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ংকর , প্রতিপদে লুকিয়ে থাকে বিপদের ইঙ্গিত তাই পাহাড় প্রেমীদের শারীরিক এবং একইভাবে মানুষিক ভাবে ফিট থাকা অত্যন্ত জরুরী।
আজ 11 ডিসেম্বর , আন্তর্জাতিক পর্বত দিবস ৷এবারের পর্বত দিবসের থিম 'রিস্টোরিং মাউনটেন ইকোসিসটেম' (Restoring mountain ecosystems) অর্থাৎ পর্বতের ইকোসিস্টেমকে টিকিয়ে রাখা। ২০০৩ সালের রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে আন্তর্জাতিক পর্বত দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। তারপর থেকেই প্রতি বছর দিনটি পালন করা হয় থাকে। শেষ কিছু বছর ধরে করোনার কারণে পর্যটন ব্যাপক ভাবে ভেঙে পড়েছে, তাই এবারের আন্তর্জাতিক পাহাড় দিবস ভীষণ গুরুত্বপূর্ণ।
এই পাহাড় যেমন, পর্যটনের মাধ্যমে বহুমানুষের জীবিকা নির্বাহের প্রধান ভূমিকা পালন করে, সামাজিক মেলবন্ধন ঘটায় ঠিক তেমনই আমাদেরও সবার উচিত পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা। যত দিন যাচ্ছে , ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ইকোসিস্টেম, শুরু হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু এর হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারি আমরা নিজেরাই। যদি একটু সচেতন হতে পারি , বাঁচবো আমরা, বাঁচবে পাহাড়।