একটা রোলার আইপিএল ২০২৪ শুরু হতে এখনও বাকি নয় নয় করে দুটো মাস। আর এই এখনই এর উত্তেজনা যেনো অনুরাগীদের রোলার কোস্টার চরার আনন্দ দিচ্ছে। কখনো আনন্দের চরম সীমায় কখনো দুঃখে রাগে হতাশার মেঘ ঢেকে দিচ্ছে মন। সব মিলিয়ে আইপিএল ২০২৪ যে এত সহজে সোজা কাটবেনা তার প্রমাণ অনুরাগীরা পেয়েছেন।
মঙ্গলবার ধুমধাম করে অনুষ্ঠিত হলো আইপিএল ২০২৪ এর মেগা অকশন অর্থাৎ খেলোয়াড় নিলাম। এই নিলামেই প্রতিটি দল নিজ সামর্থ মতো নিলামে ওঠা খেলোয়ারদের দরদাম করেন এবং দলের প্রয়োজন মত প্লেয়ার কেনেন। এই নিলামে টাকার হিসেব শুনলেই বোঝা যায় ভারতীয় ক্রিকেট বোর্ড কেনো পৃথিবীর সব থেকে ধনী ক্রিকেট সংস্থা।
এদিন নিলামে প্রথমে প্যাট কামিন্স কে সান রাইসার্স হায়দরাবাদ কেনেন ২০ কোটি ৫০ লক্ষ অর্থাৎ মোট দু হাজার পঞ্চাশ লক্ষ টাকায়। যা তখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে সব চেয়ে বেশি দামী । কিন্তু ভুললে চলবেনা এটি আইপিএল ২০২৪ এর একের পর এক চমক আসতেই থাকবে। আর ঠিক তাই হলো।
পাট কামিন্সের খবর ছড়িয়ে পড়ার কিছু মিনিট পরই মিচেল স্টার্ক বিকোলেন চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় অর্থাৎ চব্বিশ হাজার পঁচাত্তর লক্ষ টাকায় কেকেআরের কাছে। যা এই ১৬-১৭ বছরের আইপিএলের ইতিহাসে প্রথম। বলা ভালো সব থেকে বেশি দামে বিকনো এই দুই প্লেয়ারই অস্ট্রেলিয়ার। যাঁরা ভারতের মাটি থেকে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার হাতে দুলে দিতে প্রাণ করে দিয়েছিল কিছু মাস আগেই। আর এখন ভারতের মাটিতেই আইপিএলে তাঁদের এরূপ টাকার নিলাম প্রমাণ দেয় তাঁরা কত ভয়ানক নাম ক্রিকেটের।
ছবি সংগৃহীত।