আগামী ২১ শে অক্টোবর শনিবার উড়বে গগনযান, ইসরোর প্রথম মানুষবাহী মহাকাশ যান:
17 October 2023
7 Viewed 7
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইসরো (ISRO) তাঁদের গগন যান মিশনের মাধ্যমে প্রথমবারের জন্য মহাকাশে মানুষ পাঠানোর একটি ট্রায়াল দিতে চলেছে আগামী শনিবার। জানা গেছে কয়েকজন মানুষের একটি দলকে ৪০০ কিলোমিটার দূরত্বের মহাকাশ পথে পাঠানোর এবং পৃথিবীতে তাদের নিরাপদে ফেরানোই এই মিশনের লক্ষ্য। যাতে পরবর্তী মিশন গুলোতে রোবোটিক মেশিনের বদলে প্রশিক্ষণ প্রাপ্ত মহাকাশচারী দের দিয়েই মহাকাশের গভীরে লুকিয়ে থাকা রহস্য উদঘাটন করা যায়।
মঙ্গলবার ইসরোর সমাজ মাধ্যম একাউন্ট থেকে এই মিশনের সম্পর্কে বর্ণনা দিয়ে জানানো হয়েছে এটি আসল গগন যান মিশনের একটি ট্রায়াল। যার নাম TV - D1 । যেটি আগামী শনিবার ২১ শে অক্টোবর সকাল আটটায় শৃহরিকোটা স্পেসপোর্টের প্রথম লঞ্চ প্যাড থেকে ক্ষেপণ করা হবে মহাকাশে। এটি একটি ছোট মিশন হলেও এর হাত ধরেই অনেক বড়ো মিশনের জন্য বড়ো সাহায্য আসবে।
এই মিশন চাক্ষুষ দেখার জন্য বুকিং শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই। বিজ্ঞানী মহলের নজর এখন শনিবার TV - D1 এর উৎক্ষেপণ ও নিরাপদে পুনরায় ফিরে আসার অপেক্ষায়।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D