২০১৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার পরের অপেক্ষার শেষ হলো। ২০২৩ মহিলা হকি চ্যাম্পিয়নশিপের বিজয়ী হলেন ভারতীয় অগ্নিকন্যারা।
এই রবিবার খেলা হলো মহিলা হকি চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর এবারের ফাইনালিস্ট দুই দল ছিল জাপান বনাম ভারত। এই পুরো টুর্নামেন্টে ভারতের মহিলা হকি দল অপরাজিত থেকেছে, ফাইনালেও চমক জারি রইলো। জাপানকে ৪-০ তে হারিয়ে জয়ী ভারত কন্যারা।
এদিনের ফাইনালের প্রথমার্ধে দুই দলেরই স্কোর শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে চমক আনেন ভারতের সঙ্গীতা। এরপর আবার চতুর্থ অর্ধে পর পর তিনটি গোল হয় ভারতের নামে। সর্বমোট চারটি গোল হয় ভারতের।
এবারের মহিলাদের হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রতিটি খেলোয়ারই হীরের চমক দিয়েছেন। সবার অনবদ্য পারফরমেন্সের জন্যই ভারত হয়েছে সেরার সেরা একথা বলার অপেক্ষা রাখেনা।
ছবি: পিটিআই