চলতি বিশ্বকাপের ৩৯ তম ম্যাচে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯২ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। যেখানে জর্ডান শতরান করেন। পাঁচ বারের বিজয়ী দলের সামনে শতরান করা নেহাত সহজ নয়।
পরে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দুর্গ ভেঙে পরে এবং যখন একপ্রকার ম্যাচটি আফগানদের ঝুলিতে চলে গেছে মনে হলো তখনই শুরু হলো ম্যাক্সওয়েল ম্যাজিক।
৭৮ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে শুরু করে ম্যাক্সওয়েলের হাত ধরে। আফগান বোলাররা কোনো ভাবেই ম্যাক্সওয়েলের উইকেট নিতে পারেন নি। বরং যত সময় গড়িয়েছে ম্যাক্সওয়েলের ম্যাজিক তত বেড়েছে। এবং মাত্র ১২৮ বলে করেন এক দুর্দান্ত ডবল সেঞ্চুরি। যা এই চলতি বিশ্বকাপে প্রথম। অন্যদিকে দ্রুত উইকেট পরে যাওয়ায় উল্টো দিকে প্যাট কামিন্স এক বিশেষ ধৈর্য্যশীল ভূমিকা পালন করেন। এরই সহায়তায় ৪৭ তম ওভারেই আফগানদের ঝুলি থেকে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
আজকের পরাজয় আফগানিস্তানের সেমিফাইনালের স্বপ্ন প্রায় ভঙ্গ করে দিয়েছে, এবং নিশ্চিত ভাবে অস্ট্রেলিয়া তৃতীয় দল হিসেবে সেমি ফাইনালে প্রবেশ করলো।
ছবি অস্ট্রেলিয়া ক্রিকেটের তরফ থেকে।