১৯৭৫ সালের ১০ই জানুয়ারি মহারাষ্ট্রের নাগপুরে হিন্দি ভাষার ইতিহাসে প্রথম বারের জন্য বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এইদিন টিকে স্মরণীয় করে রাখার জন্যই বিশ্বজুড়ে পালন হয় বিশ্ব হিন্দি দিবস। হিন্দি ভাষার গভীরতা ভাগ করে নিতে এবং বিশ্বজুড়ে সমস্ত হিন্দিভাষী মানুষের মধ্যে সখ্যতা গড়ে তুলতে এবং সংস্কৃতির মিল ঘটানোর জন্যই এই দিনটি উদযাপিত হয়ে আসছে। ২০০৬ সাল থেকে এই দিনটির উদযাপন শুরু হয় ভারতে।
প্রতি বছর ১০ই জানুয়ারি বিশ্ব জুড়ে পালন হয় বিশ্ব হিন্দি দিবস। পুরো বিশ্বে বহুল ব্যবহৃত ভাষা গুলির মধ্যে ব্যবহারের নিরিখে হিন্দির স্থান তৃতীয়। পুরো বিশ্ব জুড়ে প্রায় ছয় কোটিরও বেশি লোক হিন্দি ভাষায় কথা বলে। এর মধ্যে ভারতে হিন্দির ব্যবহার বেশি এবং বেশি সংখ্যক মানুষ হিন্দিকে মাতৃভাষা রূপে ব্যবহার করে থাকেন। আর এই জন্যই ভারতের মাটিতে এই দিনটির গুরুত্বও অপরিসীম।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D