আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালের জুন মাসে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক দেশ হিসেবে থাকবে ইউনাইটেড আরব এমিরেটস এবং ওয়েস্ট ইন্ডিজ।
আজ এশিয়ান কোয়ালিফায়ারের সেমি ফাইনাল খেলা হলো নেপাল এবং স্বয়ং আয়োজক দেশ আরবের সাথে। আরব ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে কুড়ি ওভারে ১৩৪ রান তোলে এবং পরে ব্যাট করতে নেমে নেপালের খেলোয়াড়রা আঠারতম ওভারের শুরুতেই দুই উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে দেয়।
যার ফল স্বরূপ ১০ বছর পর নেপাল আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে সুযোগ পায়। আজ নেপালের ক্রিকেট ফ্যানদের জন্য এক উৎসবের দিন। দিন দিন নেপাল নিজেদেরকে ক্রিকেটের মাঠে এত দ্রুত উন্নতি করছে তা বলাই বাহুল্য। নেপালিদের ক্রিকেটের প্রতি যা উৎসাহ তা গোটা বিশ্বকে অবাক করেছে।
এত স্বল্প সুযোগ সুবিধা পেয়েও এই নেপালের ক্রিকেটের ধারাবাহিক অগ্রগতি অবশ্যই প্রসংশায় যোগ্য। তাদের ক্রিকেটের প্রতি ভালোবাসাই তাদেরকে বিশ্বের দরবারে সামনের শ্রেণীতে এসে দাঁড় করিয়েছে বলেই ধারণা।
ছবি সৌজন্যে: আই সি সি