চলছে কপ টোয়েন্টি এইট সামিট, এর পরামর্শ দাতা দলে রয়েছেন তিনজন ভারতীয় জেনে নিন কারা:
3 December 2023
2 Viewed 2
বর্তমানে আরবের দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে কপ টোয়েন্টি সামিট। দিন দিন পরিবেশ এবং আবহাওয়ার এই বদল রুখতেই এই সমাবেশের আয়োজন করা হয়। ১৯৯৬ সাল থেকে এই সমাবেশ শুরু এবারের আঠাশ তম সমাবেশের আয়োজন করা হয়েছে আরবের মাটিতে। হচ্ছে দুবাইয়ের এক্সপো সিটিতে।
আর এই বিশাল সমাবেশের অ্যাডভাইসরি অধিকর্তা দের মধ্যে রয়েছেন তিনজন ভারতীয়। যাদের আমরা রোজকার জীবনে চিনলেও তাদের এই গুরুত্ব পুরনো ভূমিকা সম্পর্কে আমাদের ধারণা ছিলনা। চলুন দেখে নিই করা তাঁরা:
প্রথমেই আসেন মুকেশ আম্বানি। যিনি আসলে রিলাইন্স ডিজিটাল এর অধিকর্তা। অর্থাৎ জিও কোম্পানির কর্ণধার। এরপর আসেন অনি দাশগুপ্ত যিনি আসলে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং সিইও। এবং শেষে আছেন সুনিতা নারাইন সেন্টার অফ সাইন্স এন্ড এনভাযরনমেন্ট ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D