হায়দরাবাদে জেতার পর আরও আত্মবিশ্বাসী ইংল্যান্ড শিবির। রোহিতের দলকে কোণঠাসা করতে নতুন পরিকল্পনা স্টোকসদের কোচের। ‘বাজ়বল’ ক্রিকেটের নতুন সংস্করণ আনতে চান ম্যাকালাম।
হায়দরাবাদে প্রথম টেস্টে জয়ে উৎসাহিত ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ‘বাজ়বল’ (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যে হেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা হচ্ছে।) ক্রিকেটের নতুন অধ্যায় শুরু করতে চান নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
আগামী শুক্রবার বিশাখাপত্তনমে শুরু হবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ম্যাকালামের ধারণা, স্পিন সহায়ক উইকেটেই খেলতে হবে তাঁদের। হায়দরাবাদে স্পিনের জাল পেতেই রোহিত শর্মাদের হারিয়েছেন বেন স্টোকসেরা। জোরে বোলার বলতে দলে ছিলেন শুধু মার্ক উড। দ্বিতীয় টেস্টে ম্যাকালাম চান আরও স্পিন নির্ভর বোলিং আক্রমণ। ‘বাজ়বল’ ক্রিকেটের নতুন সংস্করণ নিয়ে আসতে চান তিনি।
ভিসা সমস্যা কাটিয়ে দলের সঙ্গে দলের সঙ্গে যোগ দিয়েছেন শোয়েব বশির। পাকিস্তানের বংশোদ্ভূত স্পিনারের টেস্ট অভিষেক হতে পারে বিশাখাপত্তনমে। উডের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন তিনি। অর্থাৎ, কোনও জোরে বোলারকেই প্রথম একাদশে রাখতে চাইছেন না ইংল্যান্ড কোচ। জ্যাক লিচের চোট নিয়ে কিছুটা চিন্তায় থাকলেও ম্যাকালামের আশা তিনি খেলতে পারবেন। যে পরিকল্পনায় দীর্ঘ দিন ধরে ভারত টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ দলগুলিকে নাস্তানাবুদ করছে, সেই পরিকল্পনাতেই রোহিতদের কোণঠাসা করতে। ম্যাকালাম বলেছেন, ‘‘প্রথম টেস্টের পিচে যথেষ্ট স্পিন ছিল। বল ভাল ঘুরেছে। সিরিজ়ের সব ম্যাচে এ রকম উইকেট পেলে আমরা শুধু স্পিনারদের নিয়ে বোলিং আক্রমণ সাজাতে পারি। আমরা তাতে এখানকার উইকেট দেখে ভয় পাচ্ছি না। দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে।’’ অভিষেক টেস্টে টম হার্টলির পারফরম্যান্স দেখে উৎসাহিত ইংল্যান্ড কোচ। এ নিয়ে ম্যাকালাম বলেছেন, ‘‘হার্টলিকে খেলিয়ে ইংল্যান্ড যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। আমার মনে হয় অধিনায়ক একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছিল। হার্টলিকে স্বাধীন ভাবে বল করতে দেওয়া হয়েছিল। অথচ ও মাত্র ৪০টা প্রথম শ্রণির উইকেটের অভিজ্ঞতা নিয়ে টেস্ট খেলতে নেমেছিল। অধিনায়ক ওকে দারুণ ভাবে ব্যবহারও করেছে। হার্টলি আমাদের টেস্টে জয় এনে দিয়েছে।’’ ম্যাকালাম আরও বলেছেন, ‘‘বশির আমাদের সঙ্গে আবু ধাবির প্রস্তুতি শিবিরে ছিল। ভাল অনুশীলন করেছে। ও কেমন ফর্মে রয়েছে আমরা জানি। দ্বিতীয় টেস্টে ওকে খেলাতেই পারি আমরা।’’