আইপিএলের আগামী সংস্করণের মিনি অকশন। দুবাইয়ে নিলাম। নজর রাখছে পুরো ক্রিকেট বিশ্ব। কারও দর উঠবে আকাশছোঁয়া। অনেকেই থাকবেন অবিক্রিত। কোন দল কাকে নিল, কত টাকায় দল পাচ্ছেন ক্রিকেটাররা, সেই সমস্ত আপডেট তো থাকবেই। মিচেল স্টার্ক হলো সব চেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার।
আইপিএল এর নিলাম শুরু হয়েছিল দুপুর ১ টা নাগাদ স্টার স্পোর্টস নেটওয়ার্কে। তখন থেকেই দর্শক দের মদ্ধে প্রচুর জমজমাট। টাকার খেলায় কোন দল কাকে পেলো সেই নিয়েই সবাই খুবই উল্লাসিত।
অ্যাক্সেলেরেটেড অকশনে সুমিত কুমারের জন্য নামল। পেস বোলিং অলরাউন্ডার। যদিও ফের টাকার জন্য নিতে পারল না। ১ কোটিতে সুমিত কুমারকে নিল দিল্লি ক্যাপিটালস।
অ্যাক্সেলেরেটেড অকশনে শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারার জন্য চেষ্টা করে কলকাতা নাইট রাইডার্স। যদিও পার্সে কম টাকা থাকায় দ্রুতই লড়াই থেকে সরে দাঁড়ায় কেকেআর। মুম্বই, আরসিবি লড়াইয়ে নামে। ৪.৮ কোটিতে তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
অ্যাক্সেলেরেটেড অকশনে মহেন্দ্র সিং ধোনির টিমে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাঁকে নিয়ে লড়াই করতে হয়নি। গত মরসুমে দিল্লিতে ছিলেন মুস্তাফিজুর।
অ্যাক্সেলেরেটেড অকশনে স্পেন্সার জনসনের জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খেলেছেন অস্ট্রেলিয়ার বাঁ হাত পেসার। যদিও দ্রুতই হাত তুলে নেয় কেকেআর। এরপর গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই। বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। ১০ কোটিতে তাঁকে নিল গুজরাট টাইটান্স।
অ্যাক্সেলেরেটেড অকশনে শেরফান রাদারফোর্ডকে ১.৫ কোটিতে নিল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল নিলামে প্রথম বার দর্শক। তেমনই নিলামেও অংশ নিলেন। লাকি এক সমর্থককে ডেকে নেওয়া হয়েছিল অকশন মঞ্চে।
৭.২০ কোটিতে ঝাড়খণ্ডের কুমার কুশাগ্রকে কিনে নিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলের অভিষেক কুশাগ্রর।
৭.৪ কোটিতে গুজরাট টাইটান্সে গেলেন শাহরুখ খান। পঞ্জাব কিংস তাঁকে রিলিজ করে দিয়েছিল। ফের নিলাম ঘরে শাহরুখের জন্য ঝাঁপিয়েছিলেন প্রীতি। তবে অবশেষে টাকার লড়াইয়ে জিতে শাহরুখকে দলে নিল গিলের গুজরাট।
শুরুতেই সমীর রিজভির জন্য ঝাঁপিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশেষে লটারি পেলেন সমীর। ২০ বছর বয়সেই হয়ে গেলেন ৮.৪ কোটি টাকার মালিক। এ বার ধোনির সঙ্গে আইপিএলের মঞ্চে বাজিমাত করবেন তিনি।