শীতের মরসুমে প্রবল কুয়াশার কারণে হামেশাই বিভিন্ন উড়ানে ৮-১০ ঘণ্টা দেরি হচ্ছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় যাত্রীদের একাংশ নিরাপত্তাবিধি ভাঙছেন বলে অভিযোগ।
আবার জরিমানার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) উড়ান সংক্রান্ত নিরাপত্তাবিধি লঙ্ঘনের দায়ে রতন টাটার বিমান সংস্থার এক কোটি ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, ‘গুরুত্বপূর্ণ দূরপাল্লার রুটে’ এয়ার ইন্ডিয়ার উড়ানে নিরাপত্তাবিধির গুরুতর লঙ্ঘনের ঘটনা দেখা গিয়েছে।
শীতের মরসুমে প্রবল কুয়াশার কারণে হামেশাই বিভিন্ন উড়ানে ৮-১০ ঘণ্টা দেরি হচ্ছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় যাত্রীদের একাংশ নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভাঙছেন বলে অভিযোগ। এ সব ক্ষেত্রে অনেকাংশেই দায় পড়ছে সংশ্লিষ্ট উড়ান সংস্থার। এর পাশাপাশি বিমানকর্মীদের সময়সূচি নিয়ে বিভ্রাটের কারণেও এয়ার ইন্ডিয়া জরিমানার মুখে পড়তে পারে বলে ডিজিসিএ সূত্রের খবর। সম্প্রতি একটি উড়ানের আগে যাত্রীদের টারম্যাকে খাবার খেতে দেখা গিয়েছিল। নিরাপত্তাবিধি লঙ্ঘনের এই ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে ক্ষোভ প্রকাশ করেছিলেন।