দিন দু’য়েক আগে মলদ্বীপের পর্যটন মন্ত্রকের তরফে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে তিন সপ্তাহ আগেও মলদ্বীপে ভারতীয়দের ঘুরতে যাওয়ার যে হিড়িক ছিল, বর্তমানে সেই জোয়ারে টান পড়েছে।
ভারতের এক শ্রেণির মানুষের কাছে, এই সে দিনও বিদেশে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা ছিল মলদ্বীপ। কিন্তু জানু়য়ারি মাসের গোড়া থেকেই সেই চিত্রের আমূল পরিবর্তন ঘটেছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসেও মলদ্বীপে পর্যটকদের হিসাবে ভারত ছিল শীর্ষস্থানে, ২০২৪-এর জানুয়ারির শেষে এসে সেই ক্রম নামতে নামতে পাঁচে এসে দাঁড়িয়েছে!
দিন দু’য়েক আগে মলদ্বীপের পর্যটন মন্ত্রকের তরফে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে তিন সপ্তাহ আগেও মলদ্বীপে ভারতীয়দের ঘুরতে যাওয়ার যে হিড়িক ছিল, বর্তমানে সেই জোয়ারে টান পড়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে, সম্প্রতি ভারত এবং মলদ্বীপের মধ্যে সম্পর্কের অবনতির কারণেই এই পতন।
মলদ্বীপের সরকারি তথ্য অনুসারে, সে দেশে আগত পর্যটকদের সংখ্যার নিরিখে রাশিয়া এখন শীর্ষে রয়েছে। গত তিন সপ্তাহে রাশিয়া থেকে মলদ্বীপে ১৮ হাজার ৫৬১ জন পর্যটক এসেছেন। তার পরেই আছে ইতালি। মলদ্বীপে আসা ১৮ হাজার ১১১ জন পর্যটক ইতালি থেকে এসেছেন। তিন এবং চারে আছে যথাক্রমে চিন (১৬ হাজার ৫২৯ জন) এবং ইংল্যান্ড (১৪ হাজার ৫৮৮ জন)।