মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দীপ্তি। একই দিনে বাংলার অলরাউন্ডারকে সংবর্ধনা জানাল উত্তরপ্রদেশ সরকার।
বাংলার অলরাউন্ডার দীপ্তি শর্মাকে সম্মানিত করল উত্তরপ্রদেশ। সে রাজ্যের পুলিশের ডিএসপি হলেন তিনি। গত এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যের হাতে আর্থিক পুরস্কারও তুলে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ক্রমতালিকাতেও উন্নতি হয়েছে তাঁর। মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দীপ্তি।
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও দীপ্তি আদতে মহম্মদ শামির মতো উত্তরপ্রদেশের খেলোয়াড়। খেলার সূত্রেই তিনি উত্তরপ্রদেশ পুলিশে চাকরি পেয়েছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ২২ গজে লড়াইয়ে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে দীপ্তিকে সমীহ করেন প্রতিপক্ষের ক্রিকেটারেরাও। সেই দীপ্তি সেই সাফল্যের পুরস্কার পেলেন নিজের রাজ্য থেকে। পুরস্কার পাওয়ার ছবি দীপ্তি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। নিজের রাজ্যে সংবর্ধিত হয়ে উচ্ছ্বসিত তিনি।
তাঁকে উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্ট পদে উন্নীত করল যোগী সরকার। মঙ্গলবার দীপ্তির হাতে নিয়োগপত্র তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাংলার অলরাউন্ডারকে আর্থিক পুরস্কারও দিল যোগী সরকার। গত হ্যাংঝোউ এশিয়ান গেমসে সোনা জেতার জন্য ৩ কোটি টাকার চেকও তাঁর হাতে তুলে দেন আদিত্যনাথ।