শুক্রবারই অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের আর্থিক হিসাব পেশ করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। তাতে দেখা যাচ্ছে গত ত্রৈমাসিকে অম্বানীর সংস্থার মোট লাভ বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে আগামী ২২ জানুয়ারি, সোমবার ছুটি ঘোষণা করল মুকেশ অম্বানির সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। ওই দিন সংস্থার টেলিকম থেকে তেল— সব অফিসই বন্ধ থাকবে বলে শুক্রবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে রিলায়েন্স।
রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে আগেই কেন্দ্রের তরফে অর্ধদিবস ছুটি ঘোষণা হয়েছে। আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অর্ধদিবস কাজ হবে। বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, সেদিন কাজ হবে বেলা আড়াইটে পর্যন্ত। শুক্রবারই মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ২২ জানুয়ারি সরকারি ছুটি থাকবে রাজ্যে। এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা ছত্তীসগঢ়। গুজরাতেও অর্ধদিবস ছুটি থাকছে। মধ্যপ্রদেশে আগামী ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অসমে অর্ধদিবস ছুটি থাকছে। গোয়া সরকার জানিয়েছে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ওই দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং স্কুল বন্ধ থাকবে। ত্রিপুরা সরকারও অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। এ ছাড়াও বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক এবং অন্যান্য প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। রামমন্দির উদ্বোধন উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আগামী ২২ জানুয়ারি আর্থিক বাজারে ছুটি ঘোষণা করেছে। ওই দিন বিদেশি লেনদেন-সহ সরকারি গুরুত্বপূর্ণ লেনদেন হবে না। যাঁরা ছুটি পাবেন, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান যাতে তাঁরা চাক্ষুষ করতে পারেন, তার জন্য সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিভিতে সম্প্রচার হবে গোটা অনুষ্ঠান পর্ব।