লা লিগায় বুধবার রাতে ঘরের মাঠে মায়োরকাকে ১-০ হারিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছেন জুড বেলিংহ্যামরা। তবে আলভারো মোরাতার দুরন্ত হ্যাটট্রিক সত্ত্বেও আতলেতিকো দে মাদ্রিদ ৩-৪ গোলে হেরে গেল খিরোনার কাছে।
জয় দিয়েই নতুন বছরকে স্বাগত জানাল রিয়াল মাদ্রিদ। লা লিগায় বুধবার রাতে ঘরের মাঠে মায়োরকাকে ১-০ হারিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছেন জুড বেলিংহ্যামরা। তবে আলভারো মোরাতার দুরন্ত হ্যাটট্রিক সত্ত্বেও আতলেতিকো দে মাদ্রিদ ৩-৪ গোলে হেরে গেল খিরোনার কাছে।
মায়োরকার বিরুদ্ধে শুরু থেকেই আধিপত্য ছিল রিয়ালের। ২১ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে নেওয়া ভিনিসিয়াস জুনিয়রের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৭ মিনিটে ব্রাজিলীয় তারকার শট অনবদ্য দক্ষতায় বাঁচান গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। সুযোগ নষ্ট করেন রদ্রিগোও। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মায়োরকা। প্রায় ২৫ গজ দূর থেকে আলমেদিয়া কোস্তার শট পোস্টে লাগে। ৬৯ মিনিটে রদ্রিগোর শট শরীর ছুড়ে কোনও মতে বাঁচান মায়োরকার গোলরক্ষক। বেরিয়ে আসা বলে নেওয়া ব্রাহিম দিয়াজ়ের হেড পোস্টে ধাক্কা খায়। ৭৮ মিনিটে অবশেষে প্রতীক্ষার অবসান। মদ্রিচের কর্নারে মাথা ছুঁইয়ে ১-০ করেন আন্তোনিয়ো রুডিগার। ২০২২ সালে রিয়ালে যোগ দেওয়ার পর লা লিগায় দ্বিতীয় গোল পেলেন জার্মান তারকা।
মায়োরকাকে হারিয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলের শীর্ষ স্থানে রিয়াল। আতলেতিকোকে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা খিরোনারও ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে থাকায় এক নম্বরে রিয়াল।
লা লিগায় বুধবার রাতে খিরোনা বনাম আতলেতিকো ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা ছিল তুঙ্গে। খেলা শুরু হওয়ার দু’মিনিটের মধ্যেই ঘরের মাঠে খিরোনাকে এগিয়ে দেন ভালেরি ফার্নান্দেস। ১৪ মিনিটে ১-১ করেন মোরাতা। ২৬ মিনিটে আতলেতিকো ফের পিছিয়ে পড়ে স্যাভিয়ো অলিভিয়েরার গোলে। ৩৯ মিনিটে খিরোনাকে ৩-১ এগিয়ে দেন দালে ব্লিন্দ। ৪৪ মিনিটে ব্যবধান কমান মোরাতা। ৫৪ মিনিটে ৩-৩ করেন স্পেনীয় তারকা। সেই সঙ্গে হ্যাটট্রিকও সম্পূর্ণ করলেন মোরাতা। কিন্তু সংযুক্ত সময়ে (৯০+১ মিনিট) ইভান মার্টিনের গোলে ঘরের মাঠে জয় নিশ্চিত হয়ে যায় খিরোনার।