অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ঘরের মাঠে নেপালির বিরুদ্ধে পিছিয়ে পরেও ৪-২ জিতলো কার্লো আনচেলত্তির জাদু। লঁসকে ৬-০ চূর্ণ করে শেষ ষোলো নিশ্চিত করে ফেললো আর্সেনাল ও। কিন্তু দুঃসময় অব্যহত ম্যানচেস্টার ইউনাইটেডের।
রিয়ালের বিরুদ্ধে ন’মিনিটেই জিওভান্নি সিমিয়োনে এগিয়ে দেন নেপালিকে। দু’মিনিটের মধ্যেই সমতা ফেরান রদ্রিগো। ২২ মিনিটে ২-১ করেন বেলিংহাম। সেই সঙ্গে রিয়ালের একমাত্র ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের প্রথম চারটি ম্যাচে গোল নজিরও গড়লেন।
ম্যান ইউ অবশ্য গালাতাসারের বিরুদ্ধে ১১ ও ১৮ মিনিটে যথাক্রমে আলেহান্ড্রো গারনাচো ও ব্রুনোর গোলে এগিয়ে গিয়েছিল। বুধবার রাতে কোপেনহেগেনের সঙ্গে ০-০ ড্র করেও শীর্ষে থাকলো বায়ার্ন মিউনিখ।
আর্সেনাল বুধবার রাতে লঁস-কে ৬-০ চূর্ণ করলো। গোল করেন কাই হাভাৎজ, গ্যাবৃয়েল জেসুস, বুকাযয়ো সাকা, গ্যাবৃয়েল মার্টিনেল্লি, মার্টিন অডেগার্ডে ও জর্জিনহো। পিএসভি আইন্দোভেন ৩-২ হারিয়েছে সেভিয়াকে। ইন্টার মিলান ৩-৩ ড্র করলো বেনফিকার সঙ্গে।