২০১৪ সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে ১০ বছর। শাসকদল বিজেপি এই ১০ বছরে দেশের তরুণ ভোটারদের নিয়ে এ ধরনের কোনও উদ্যোগে শামিল হয়নি।
আসন্ন লোকসভা ভোটে দেশের যে তরুণ-তরুণীরা প্রথমবার ভোট দেবেন, তাঁদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ছিল জাতীয় ভোটার দিবস। সেই উপলক্ষ্যেই দেশের বিভিন্ন রাজ্যে ৫০০০-এরও বেশি কেন্দ্রে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই দেশের লক্ষ লক্ষ নতুন ভোটার ভার্চুয়াল মাধ্যমে মোদীর বক্তৃতা শোনেন। প্রধানমন্ত্রী এই নতুন ভোটারদের বুঝিয়ে বলেন, দেশের গড়ার ক্ষেত্রে তাঁদের গুরুত্ব কতখানি, দায়িত্বই বা কী কী।
এই প্রথম দেশের নতুন ভোটারদের সঙ্গে সরাসরি এ ভাবে যুক্ত হলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপির শাসক দল প্রথমবার ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে ১০ বছর। শাসক দল বিজেপি এই দশ বছরে দেশের তরুণ ভোটারদের নিয়ে এ ধরনের কোনও উদ্যোগ নেয়নি। অবশেষে লোকসভা নির্বাচনের তৃতীয় ‘পরীক্ষা’র আগে দেশের নব্য ভোটদাতেদের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানান ‘নমো নব মতদাতা সম্মেলনে’-এ যোগদানের জন্য। সেই আমন্ত্রণে সাড়াও দেয় তরুণ প্রজন্ম। মোদী তাঁদের যেমন তাঁদের দায়িত্ব বুঝিয়েছে দিয়েছেন, তেমনই দিয়েছেন কিছু বার্তা। রাজনীতিকদের একাংশ বলছে সেই বার্তার আড়ালে মোদী নিজের ‘মন কি বাত’ বা মনের কথাও বুঝিয়ে দিয়েছেন নতুন ভোটদাতাদের।