মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছেন, আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলির ভিত্তিতে ‘অভিযুক্ত’ যাত্রীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।
ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়েছিল বিমানটি। ভেতরে তখন যাত্রী ঠাসা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিমান ছাড়ার কোনও লক্ষণই দেখতে পাচ্ছিলেন না যাত্রীরা। অধৈর্য হয়ে আপৎকালীন দরজা খুলে বিমানের ডানায় বেরিয়ে আসেন এক যাত্রী!
সংবাদমাধ্যম সূত্রে খবর, মেক্সিকো সিটির ‘মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দর’-এ ঘটনাটি ঘটেছে। গত বৃহস্পতিবার মেক্সিকো থেকে গুয়াতেমালা যাওয়ার জন্য এএম ০৬৭২ বিমানটি অপেক্ষা করছিল। সকাল পৌনে এগারোটা নাগাদ বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বিমানটি ছাড়েনি। অন্য দিকে, বিমানের মধ্যে যাত্রীদের তুলে দেওয়া হয়েছিল। কেন বিমান ছাড়তে দেরি হচ্ছে, তা নিয়ে কোনও সুস্পষ্ট বার্তা দিতে পারছিলেন না কেউই।
চার ঘণ্টা কেটে যায়, তা-ও বিমান না ছাড়ায় অধৈর্য হয়ে এক মেক্সিকান যাত্রী খুলে ফেলেন আপৎকালীন দরজা। তার পর বিমানের ডানায় বেরিয়ে আসেন। কিছু ক্ষণ পরেই ফের বিমানের কেবিনের মধ্যে ঢুকে পড়েন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি জারি করে ঘটনাটি সম্পর্কে জানিয়েছে। বলা হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলির ভিত্তিতে ‘অভিযুক্ত’ যাত্রীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। তারাই বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের এ হেন পদক্ষেপে ঘোর আপত্তি জানিয়েছেন ওই বিমানে থাকা অধিকাংশ যাত্রীই।