ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে পড়শি দেশের সেনাকর্তার। তার পরেই ওই দেশ থেকে নেতানিয়াহুকে হত্যা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শত্রু দেশের শীর্ষস্থানীয় নেতাকে খতম করে দিয়েছে ইজ়রায়েল। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সামরিক নেতা সইদ রেজ়া মৌসাভির।
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মৌসাভিকে হত্যা করেছে ইজ়রায়েল। তিনি ইরানের গুরুত্বপূর্ণ সেনাকর্তা। দীর্ঘ দিন ধরে সিরিয়ায় থেকে ইরানি সামরিক অভিযান পরিচালনা করছিলেন মৌসাভি। সিরিয়ার সামরিক বাহিনীর পরামর্শদাতা হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মৌসাভির। দামাস্কাসের একটি প্রত্যন্ত এলাকায় তাঁকে হত্যা করা হয়েছে।
জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর রাতে দামাস্কাসে অভিযান চালায় ইজ়রায়েলি বাহিনী। সয়েদা জ়েইনাব এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় দামাস্কাস বিমানবন্দর এলাকা। ওই হামলাতেই মৌসাভির মৃত্যু হয়েছে। সেই সঙ্গে মারা গিয়েছেন আরও দুই ইরান-ঘনিষ্ঠ সামরিক কর্তা। এই ঘটনার পরেই তেহরানের তরফে কড়া বিবৃতি জারি করা হয়েছে।
ইরান জানিয়েছে, মৌসাভির মৃত্যুর দিন থেকেই কাউন্টডাউন শুরু হল। ইজ়রায়েলের বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যাঘাত হানবে তারা। হত্যা করা হবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। তেহরানের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তেল আভিভকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। ওরা কূটনৈতিক চালে বড়সড় ভুল করে ফেলেছে। এই অপরাধের জবাব দেওয়া হবে। ফল ওদের ভুগতেই হবে।’’