ছত্তীসগঢ়:
বিধানসভা কেন্দ্র - ৯০
পার্টি জিতেছে
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য ১
৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৪৬টি আসন। সকাল থেকেই কাঁটায় কাঁটায় টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরু থেকেই অল্প ব্যবধানে হলেও লিড ধরে রেখেছিল কংগ্রেস। কিন্তু বেলা বাড়তেই খেলা ঘুরতে শুরু করেছে। কংগ্রেস কি পারবে নিজেদের ক্ষমতা ধরে রাখতে? ছত্তীসগঢ়ে জনমতের প্রাথমিক ট্রেন্ড কিন্তু বলছে, লড়াই মোটেই সহজ হচ্ছে না কংগ্রেসের জন্য। সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি। ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে। এখন দেখার শেষ পর্যন্ত কংগ্রেসের হাতেই থাকে ছত্তীসগঢ়ের কুর্সি? নাকি চওড়া হাসি ফুটবে বিজেপির মুখে।
প্রাথমিক ট্রেন্ড প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস বিজেপিতে। ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং বলছেন, “ট্রেন্ড থেকেই স্পষ্ট জনমতের সমর্থন রয়েছে বিজেপির দিকেই। মানুষের ক্ষোভ, রাগের প্রতিফলন হয়েছে ভোটে। তিন রাজ্যেই (রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ) সরকার গঠন করবে বিজেপি।”
সকালের প্রাথমিক ট্রেন্ডে ছত্তীসগঢ়ে সামান্য লিডে এগিয়ে কংগ্রেস। তবে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি।