প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১ ডিসেম্বর মুক্তি পেল রণবীর কপুর আর রশ্মিকা মন্দানার বহুপ্রতীক্ষিত ছবি অ্যানিম্যাল। প্রভাবশালী আর ধনী বাবার একটু ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে তাঁর ছেলে। সেই রকম পরিস্থিতিতে বাবার উপর হামলা করা হলে একেবারে ক্ষিপ্র হয়ে ওঠে ভালোবাসার কাঙাল ছেলেটি। প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলতে থাকে তাঁর ভিতর।
যাঁরা তাঁর বাবাকে মেরেছে সেই ষড়যন্ত্রকারীদের শিকার করাই তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। অ্যানিমলের এই প্রেক্ষাপটটাই গল্পের প্রতিটি পরতে দর্শকের উত্তেজনাকে উসকে দেবে। উল্লেখ্য, বাবার ভূমিকায় রয়েছেন বলিউডের সিনিয়ার সুপারস্টার অনিল কপুর আর ছেলের চরিত্রে রণবীর কপুর।
সিনেমায় রণবীরের চরিত্রের নাম বিজয়। যখন তাঁর বাবাকে গুলি করা হয় তখন বিজয় নিজেকে পরিবারের সদস্য হিসাবে ঘোষণা করে আর সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। বাবাকে প্রতিশ্রুতি দেয় পরিবারের উত্তরাধিকারের ভূমিকা নিষ্ঠা সহকারে পালন করবে।
লাভ মেকিংয়ের জন্য ব্যক্তিগত জেটে নিয়ে যায় বিজয়। তাঁর সংলাপ, আপনি নীচে ছিলেন, আপনাকে অনেক কিছু করতে হবে না। পরে ভাবে গীতাঞ্জলি হয়তো তাঁকে ক্ষমা করবে দেবে প্রত্যেকবারের মতো।
অন্যদিকে বাবা-ছেলের সম্পর্কের বিরোধ যা গল্পের মূল ভিত্তি তৈরি করে তা অনাবিষ্কৃতই থেকে যায়। সিনেমা জুড়ে শুধুই রণবীর। অনিল কাপুর এবং ববি দেওল যেন চিত্রনাট্যে ব্রাত্য। তবে অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক ফাটাফাটি। সবচেয়ে বেশি যে বিষয়টি দর্শককে আকৃষ্ট করবে সেটা হল রণবীর কাপুরের ডিরেক্ট যৌন আবেদন। রক্তে ভেজা চোখে যেন আগুন জ্বলছে, রণবীরের এই আক্রমনাত্মক লুকটা অ্যানিমলের ইউএসপি।