মধ্যপ্রদেশে সংখ্যা গরিষ্ঠতা অর্জন বিজেপির। ২৩০ আসনের বিধানসভায় ঐতিহাসিক জয়ের পথে বিজেপি। 'তেলঙ্গানাতেও ক্রমশ বিজেপির প্রতি সমর্থন বাড়ছে'। সুশাসনের জয় হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে ঐতিহাসিক জয়। এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে।' মন্তব্য মোদির।
'যে ভোটই বিজেপি লড়ুক, নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। চ্যালেঞ্জও গ্রহণ করেন।' মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। ফল বেরোতেই ফুলের তোড়া নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে, তেলঙ্গানার ডিজিপিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে জয়ের পথ প্রশস্থ। লোকসভা ভোটের আগে যা বিজেপিকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, কর্ণাটকে হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে যেতে হয়েছিল বিজেপিকে। পুনরায় হিন্দি বলয়ের তিন রাজ্যের গেরুয়া শিবিরের জয়জয়কারে উচ্ছ্বসিত নেতা-কর্মী-সমর্থকরা। বিজেপির এই সাফল্যের জন্য ভোটারদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে তুলে ধরলেন সুপ্রশাসন ও উন্নয়নের কথা।
৩ রাজ্যের মানুষ আজ যে রায় দিয়েছেন, অদূর ভবিষ্যতে এই রাজ্যের ভোটেও তার প্রতিফলন হতে চলেছে। লোকসভা ভোটে অমিত শাহর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ৩৫ আসন এবার পার করবেই বঙ্গ বিজেপি'। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে বিপুল জয়ের পর দাবি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর।
মোদি ম্যাজিক অটুট, লোকসভা ভোটের সেমিফাইনালে ৩ রাজ্যে গেরুয়া ঝড়। রাজস্থান ও মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়েও ম্যাজিক ফিগার পার বিজেপির। ক্ষমতা দখলের পথে কংগ্রেসের থেকে অনেক এগিয়ে পদ্ম-শিবির। তেলঙ্গানায় প্রথমবার ক্ষমতা দখলের পথে কংগ্রেস। লোকসভা ভোটের আগে কার্যত ছাপ ফেলতে পারল না কংগ্রেস। মোদিতেই আস্থা রাজস্থান ও মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের। ছত্তীসগঢ়ে দুর্নীতির অভিযোগেই ঘায়েল ভূপেশ বাঘেল। রাজস্থানে ম্যাজিক দেখাতে পারলেন না অশোর গহলৌত। মধ্যপ্রদেশে জনমুখী প্রকল্পেই বাজিমাত শিবরাজ সিংহ চৌহানের।