
লাক্ষাদ্বীপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোমাঞ্চকর জীবনের একটা দিক ধরা পড়লো | অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই সমুদ্রের বুকে অভিযানে নামেন প্রধানমন্ত্রী | সেই সমস্ত ছবি শেয়ার করেন তিনি এবং কি করেছেন সেটাও জানান |
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট এ লাক্ষাদ্বীপসফরের একাধিক ছবি শেয়ার করেন তিনি | সেখানেই তিনি জানান যে লাক্ষাদ্বীপ এ 'স্নোকেলিং ' করেছেন | এছাড়াও তিনি লেখেন ,'যারা নিজেদের মধ্যে থাকা রোমাঞ্চকর অভিযানের সত্তা কে উপভোগ করতে চান, তাদের পছন্দের তালিকায় লাক্ষাদ্বীপ রাখা উচিত |'
লাক্ষাদ্বীপ সমুদ্রতট এ অনেকটা সময় কাটান প্রধানমন্ত্রী |মর্নিংওয়াক করেন বিচে এবং সেই সমস্ত ছবি শেয়ার করেন আর লেখেন ,'তারই মধ্যে সকাল সকাল অসামান্য সুন্দর সমদ্রের বিচে যে হেটেছিলাম , সেটা অত্যন্ত মন্ত্রমুগ্ধকর মুহূর্ত ছিল | ' ' '