বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যারা শুধু পর্দাতেই ভালো বন্ধু হয়ে ধরা দেননি, বরং বাস্তবেও ছোট থেকে রয়েছেন একে-অপরের পাশে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ৩ স্টার কিডসের বন্ধুত্বও কিছুটা এরকমই। জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে ফারহান-হৃতিকের বন্ধুত্বও আজও উদাহরণ হয়ে আসে একাধিক পোস্ট-রিলসে। তবে শুধু সিনেমাতে নয়, বাস্তবেও একে-অপরের বেস্ট ফ্রেন্ড তাঁরা। আর এই ছবিতে থাকা আরেক বালব হলেন উদয় চোপড়া। উদয় আর হৃতিককে একসঙ্গে দেখা গিয়েছে ধুম-এ। শৈশব থেকেই অটুট বন্ধুত্ব হৃতিক-ফারহান আর উদয়ের। যা আজও অব্যাহত।
ছবিতে ফোন কানে দিয়ে থাকা কিশোরটি হলেন ফারহান আখতার। আর ধূসর রঙের টি-শার্ট পরে বসে আছেন হৃতিক। আর মাথায় হলুদ টুপি উদয় চোপড়ার। ছবিটি শেয়ার করেছিলেন হৃতিক সোশ্যাল মিডিয়াতে। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কুল সাজতে যা করতাম। ফোনে কথা বলার ঢঙ করতাম, থারমস হাতে ছবি তুলতাম। সহজ সরল সময়ের, সহজ-সরল ছেলেদের ছবি এটা।’ ফারহান আখতারের জন্মদিনেই ছবিখানা শেয়ার করেছিলেন হৃত্তিক |
১৯৭৪ সালেই জন্ম হৃতিক আর ফারহানের। দুজনেই পা রাখলেন ৫০-এর কোঠায়। হৃতিকের ঠিক একদিন আগে, অর্থাৎ ৯ জানুয়ারি জন্ম অভিনেতা-পরিচালক ফারহানের। বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফারহান আর শিবানির বিয়ের একটা ছবিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল সাদা কুর্তা, পাজামা আর নেহেরু জ্যাকেট পরে আছেন হৃতিক। আর ফারহানের গায়ে কালো রঙের ট্যাক্সেডো স্যুট। সেই ছবির ক্যাপশনে হৃতিক লিখলেন, ‘আমরা একা এসেছি এবং একাই যাব। একসঙ্গে! শুভ জন্মদিন, আমার BWUOY!’
২০২২ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন ফারহান আখতার। হৃতিকের মতোই ভেঙে গিয়েছে তাঁর প্রথম বিয়েও। ২০০০ সালে হয়েছিল প্রথম বিয়ে হেয়ারস্টাইলিস্ট অধুনা ভবানির সঙ্গে। ২০১৭-তে ডিভোর্স। এরপর বিয়ে করেন শিবানি ডান্ডেকরকে।
জন্মের মতো বিয়েটাও হৃতিক আর ফারহান করেছিলেন একই বছরে। মানে ২০০০ সালেই হৃতিক আর সুজনের বিয়ে হয়। যদিও ডিভোর্সটা হয় হৃতিকের বছর দুই আগে, ২০১৫ সালে। আর বিচ্ছেদের পর নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন হৃতিকও। মন দিয়েছেন সাবা আজাদকে। খুব জলদি তাঁদের বিয়ের জল্পনাও শোনা যাচ্ছে। এমনকী, রোশন পরিবারের সঙ্গে ভালোই সম্পর্ক সাবার।