ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম স্তম্ভ ছিলেন উস্তাদ রশিদ খান। তবে মঙ্গলবার সেই মহান প্রতিভাই চলে গেলেন অমৃতলোকে। ১০ জানুয়ারি দুপুর ৩.৪৫ নাগাদ থেমে যায় জীবনের ঘড়ি। দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন সঙ্গীতশিল্পী। এরপর নভেম্বরে আচমকাই ব্রেন স্ট্রোকের শিকার হন শিল্পী। ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।
কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) ভারতের পিএম লিখলেন, ‘ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব ওস্তাদ রশিদ খান জি-র মৃত্যুতে শোকাহত। সঙ্গীতের প্রতি তাঁর অতুলনীয় প্রতিভা এবং নিবেদন আমাদের সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করেছে এবং একাঝধিক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল, যা পূরণ করা কঠিন হবে। তাঁর পরিবার, শিষ্য এবং অগণিত ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
অন্য দিকে, ‘আপনজন’ রাশিদ খানের মৃত্যুর খবর পেয়েই সব কাজ ফেলে হাসপাতালে ছুটে আসেন মুুখ্যমন্ত্রী। এদিন শিল্পীর পরিবারকে সান্ত্বনা দিলেন দিদি, রইল পাশে থাকার বার্তাও। মমতাকে বলতে শোনা গেল, ‘রাশিদের স্ত্রী, কী অল্প বয়স। বাচ্চা মেয়ে’। অভিভাবক হয়ে রাশিদ খানের পরিবারের পাশে থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী।
গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধীও। তিনি সামাজিক মাধ্যমে লিখলেন, ‘উস্তাদ রাশিদ খানের মৃত্যুতে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শোকের এই সময়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’