সেঞ্চুরিয়নের প্রথম টেস্টে অসাধারণ শত রান করে ডিন এলগার কার্যত ভারতের হাত থেকে একাই ম্যাচ ছিনিয়ে নিয়ে যান | কেপি টাউন এর দ্বিতীয় টেস্টে তিনিই ছিলেন রোহিত দেড় প্রতিপক্ষ দল এবং দক্ষিণ আফ্রিকার কান্ডারি | মাঠের লড়াই তে এলগার ভারতের শত্রু শিবিরের সেনাপতি | তবে মাঠের বাইরে যে অভিজ্ঞ তারকার সঙ্গে কোনও বৈরিতা নেই কোহলিদের, সেটাও টের পাওয়া গেল আরও একবার।
বৃহস্পতিবার কেপ টাউন টেস্ট জিতে ভারত ২ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায়। মাত্র দেড় দিনেই নিউল্যান্ডসে বিজয় পতাকা ওড়ান রোহিত শর্মারা। উল্লেখযোগ্য বিষয় হল, এটিই ছিল প্রোটিয়া তারকা ডিন এলগারের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ব্যাট করে মাঠ ছাড়ার সময় বিরাট কোহলি-সহ ভারতীয় তারকারা এলগারকে তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় তারকাদের আচরণ প্রোটিয়া সমর্থকদের মন জিতে নেবে নিশ্চিতভাবেই ।
ম্যাচের শেষে বিরাট কোহলি শুভেচ্ছা বার্তা-সহ নিজের সই করা একটি জার্সি উপহার দেন এলগারকে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর দলের সব ক্রিকেটারের সই করা একটি জার্সি তুলে দেন প্রোটিয়া তারকার হাতে, যিনি তেম্বা বাভুমার অনুপস্থিতিতে কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এবং ক্যাপ্টেন হিসেবেই নিজের কেরিয়ারে ইতি টানেন।
যদিও এলগার জয় দিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়বেলাটা স্মরণীয় করে রাখতে পারেননি । বরং হতাশাজনক হার দিয়েই যাত্রা শেষ হয় তাঁর। কেপ টাউন টেস্টে মাত্র দেড় দিনেই ভারতের কাছে ৭ উইকেটে হার স্বীকার করে দক্ষিণ আফ্রিকা।
সার্বিকভাবে দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্টে মাঠে নেমে ডিন এলগার ৩৭.৯২ গড়ে ৫৩৪৭ রান সংগ্রহ করেন। তিনি টেস্টে ১৪টি শতরান ও ২৩টি অর্ধশতরান করেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচেও মাঠে নামেন এলগার। সাকুল্যে সংগ্রহ করেন ১০৪ রান। ডিন এলগারের ঝুলিতে টেস্টে ১৫টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২টি উইকেটও রয়েছে