মাঝেরহাট মেট্রো - কবে সেখানে পরিষেবা চালু হবে? দক্ষিণ শহরতলির মানুষদের কাছে সেই প্রশ্নটার জবাব যেন এতদিন অনেকটা অস্পষ্ট ছিল। কিন্তু আজ একটা স্পষ্ট ধারণা মিলল। কারণ এতদিন ট্রেন থেকে যে স্টেশনটা তৈরি হতে দেখেছেন, আজ সেই স্টেশনে ট্রায়াল রান হল মাঝেরহাট মেট্রোয়। দীর্ঘ প্রতীক্ষার পরে শনিবার মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে তারাতলা মেট্রো স্টেশন পর্যন্ত সেই ট্রায়াল রান হয়। যা জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের সম্ভবত প্রতীক্ষিত অংশ। কারণ মাঝেরহাট পর্যন্ত এগিয়ে এলে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের জনপ্রিয়তা একলপ্তে বাড়বে। দক্ষিণ শহরতলির প্রচুর মানুষ ট্রেন থেকে মাঝেরহাট রেল স্টেশনে নেমেই মাঝেরহাট মেট্রো স্টেশনে চলে যাবেন।
যাবেন নিজের গন্তব্যে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বেলা ১২ টা ১৬ মিনিটে তারাতলা স্টেশন থেকে একটি এসি রেক ছাড়ে। যা বেলা ১২ টা ১৯ মিনিটে মাঝেরহাট স্টেশনে পৌঁছে যায়। তারপর ফিরতি পথে বেলা ১২ টা ৪৩ মিনিটে মাঝেরহাট স্টেশন থেকে রওনা দেয় মেট্রো রেক। যা বেলা ১২ টা ৪৬ মিনিটে তারাতলায় পৌঁছে যায়।মাঝেরহাট থেকে তারাতলা পর্যন্ত ১.২৫ কিলোমিটার অংশে ট্রায়াল রানের সময় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগ উঠেছিল। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, শনিবার প্রথম ট্রায়াল রান হল। ফলে প্রথম দিনেই খুব বেশি গতি তোলা হয়নি। পরবর্তীতে সেই গতিবেগ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।