জীবন বড়ই নিষ্ঠুর! রিল-রিয়েল যে এভাবে মিলে যেতে পারে কে জানতো? টেলিপাড়ার অতি পরিচিত নাম অভিনেত্রী পৌষমিতা গোস্বামী। বর্তমানে 'মিঠিঝোরা' ধারাবাহিকে অভিনয় করছেন পৌষমিতা। শুক্রবার মন খারাপ করা খবর পেল ইন্ডাস্ট্রি। অকালেই স্বামীকে হারালেন অভিনেত্রী
দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীহারা পৌষমিতা! তাঁর স্বামীও ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। নাম অর্ণব রায় (Arnab Roy)। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছেন অর্ণব। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় ইপি ছিলেন অর্ণব। তাঁর হাত ধরে উঠে এসেছেন আজকের অনেক নামী টেলি তারকা।
অর্ণবের মৃত্যুর খবর মেনেই নিতে পারছেন না টেলিপাড়ার বন্ধুরা। সূত্রের খবর, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই অকালে চলে গেলেন অর্ণব। কলকাতার ছেলে অর্ণব, পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। দীর্ঘসময় ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। যুক্ত থেকেছেন ‘বকুল কথা’ থেকে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, থেকে সদ্য শেষ হওয়া ‘তুঁতে’র মতো প্রোজেক্টের সঙ্গে
২০২১ সালে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব-পৌষমিতা। পরের বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে সাত পাক ঘোরেন। বাঘ বন্দি খেলা, ওগো নিরুপমা, সাঁঝের বাতি, শ্রীময়ী. রিমলির একাধিক ধারাবাহিকে দেখা মিলেছে পৌষমিতার। জানা যায়, সাঁঝের বাতি' ধারাবাহিকের সুবাদেই আলাপ হয় দুজনের। সেখান থেকেই শুরু এই প্রেমের গল্প। ভালোবেসে পরস্পরের হাতও ধরেছিলেন তাঁরা, কিন্তু দীর্ঘ হল না পথচলা।