shabd-logo

খিচুড়ি

11 December 2023

7 Viewed 7

হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানি না), হয়ে গেল 'হসিজারু' কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে "বাহবা কি ফুতি। অতি খাসা আমাদের 'বকচ্ছপ মৃতি'।" টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা- পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা? ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে। ধড়ে মুড়ো সন্ধি। জিরাফের সাধ নাই মাঠে-ঘাটে ঘুরিতে, ফড়িঙের ঢং ধরি সেও চায় উড়িতে। গরু বলে, "আমারেও ধরিল কি ও রোগে? মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে ?" 'হাতিমি'র দশা দেখ-তিমি ভাবে জলে যাই, হাতি বলে, "এই বেলা জঙ্গলে চল ডাই।" সিংহের শিং নেই, এই তার কষ্ট-
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট।

44
Articles
আবোল তাবোল
0.0
আবোল তাবোল হল সুকুমাররায়ের রচিত বাংলা শিশুদের কবিতা এবং ছড়ার একটি সংকলন, যা প্রথম প্রকাশিত হয়েছিল 19 ই সেপ্টেম্বর 1923 সালেইউ. রে অ্যান্ড সন্সপ্রকাশকদের দ্বারা। এটি 46টি শিরোনামযুক্ত এবং সাতটি শিরোনামবিহীন ছোট ছড়া (কোয়াট্রেন) নিয়ে গঠিত, সবগুলোই ননসেন্স সাহিত্যের ধারায় বিবেচিত। আবোল তাবোল কবিতার মাধ্যমে বাঙালি পাঠক এক নতুন বাজে কল্পনার জগতে উন্মোচিত হয় । এই নির্বাচন সুকুমার রায়ের শ্লেষ-ধাঁধাঁপূর্ণ কবিতার জগতের সেরা অফার করে। আবোল তাবোল সুকুমার রায়ের বিখ্যাত "ননসেন্স ছড়া" সংকলন। এটি ১৯২৩ সালে ইউ রায় এন্ড সন্স থেকে প্রকাশিত হয়। এই সংকলনে মোট ছড়ার সংখ্যা ৫০টি, যার মধ্যে ৭টি বেনামে লেখা হয়েছে।[১][২]এবং তিনি এটি বাবু সমাজ কে সমালোচনা করার জন্য লিখেছিলেন। এটির দ্বারা তিনি গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ নীতির বিরোধিতা করেন। যদিও এটি প্রকাশের সময় বোঝা যায় নি, আবোল তাবোলের অনেক কবিতায় 20 শতকের প্রথম দিকের ঔপনিবেশিক ভারত - বেশিরভাগ বাংলার সমাজের অবস্থা এবং প্রশাসনের উপর নিপুণভাবে লুকানো ব্যঙ্গ রয়েছে। শিশুদের জন্য অর্থহীন ছড়াগুলিতে একটি ধ্বংসাত্মক প্রকৃতির অন্তর্নিহিত লুকানো অর্থ এম্বেড করা ছিল ভারতের তৎকালীন ব্রিটিশ প্রশাসনের প্রেস সেন্সরশিপকে নস্যাৎ করার জন্য সত্যজিৎ রায়ের চতুর উপায়, যা ছিল রাষ্ট্রদ্রোহী এবং ধ্বংসাত্মক সাহিত্য সম্পর্কে বিভ্রান্তিকর। তাঁর সংগ্রহে বেশ কিছু চরিত্র ছিল যা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কিংবদন্তি হয়ে উঠেছে। কিছু অক্ষর এমনকি ভাষাতে বাহাদুরিমূলক ব্যবহার খুঁজে পেয়েছে।
1

আবোল তাবোল

11 December 2023
1
0
0

আয়রে ভোলা খেয়াল খোলা স্বপনদোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে ক্ষ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর. আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন্ সুদূর। আয় ক্ষ্যাপ

2

খিচুড়ি

11 December 2023
1
0
0

হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানি না), হয়ে গেল 'হসিজারু' কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে "বাহবা কি ফুতি। অতি খাসা আমাদের 'বকচ্ছপ মৃতি'।" টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা- পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা ল

3

কার্ড বুড়ো

11 December 2023
0
0
0

হাঁড়ি নিয়ে দাড়িমুখো কে-যেন এক বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ। মাথা নেড়ে গান করে গুন গুন সঙ্গীত ভাব দেখে মনে হয় না-জানি কি পণ্ডিত। বিড় বিড়, কি যে বকে নাহি তার অর্থ- "আকাশেতে ঝুল ঝোলে, কাঠে ত

4

গোঁফচুরি

11 December 2023
1
0
0

হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোসমেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আঁৎকে উঠে হাত পা ছুড়ে চোখটি ক'রে গোল, হঠাৎ বলেন, "

5

সৎপাত্র

11 December 2023
0
0
0

 গুনতে পেলাম পোস্তা গিয়ে- "কাড়কে বেশি লাহ দিতে নেহ, সবাই চড়ে মাথায়। আফিসের এই বাঁদরগুলো, মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যুগুল

6

গানেরগুঁতো

11 December 2023
0
0
0

 থান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা। আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লী থেকে বর্মা। গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন্ডন। মরছে কত জখম হয়ে করছে কত ছট্‌ফট্ -

7

খুড়োর কল

11 December 2023
0
0
0

কল করেছেন আজব রকম চণ্ডীদাসের গুড়ো- সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স-বছর খানেক হবে- উঠল কেঁদে 'গুংগা' বলে ভীষণ অট্টরবে। আর তো সবাই 'মামা' 'গাগা' আবোল তাবোল বকে, খুড়োর মুখে 'গুংগা

8

লড়াই ক্ষ্যাপা

11 December 2023
0
0
0

অই আমাদের পাগলা জগাই, নিতা হেথায় আসে। আপন মনে গুনগুনিয়ে মুচকি-হাসি হাসে। চলতে গিয়ে হঠাৎ যেন থমক লেগে থামে, তড়াক করে লাফ দিয়ে যায় ডাইনে থেকে বামে। ভীষণ রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে কোঁচা, 'এইয়ো' বলে ক্ষ্

9

সাবধান

11 December 2023
0
0
0

আরে আরে, ওকি কর প্যালারাম বিশ্বাস? ফোঁস ফোঁস্ অত জোরে ফেলোনাকো নিশ্বাস। জানো নাকি সে-বছর ও-পাড়ার ভূতোনাথ, নিশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপোকাত? হাঁফ ছাড় হ্যাঁসফ্যাঁস ও-রকম হাঁ করে- মুখে যদি ঢুকে বসে পোকা

10

ছায়াবাজী

11 December 2023
0
0
0

আজগুবী নয়, আজগুবী নয়, সত্যিকারের কথা- ছায়ার সাথে কুস্তি করে গায়ে হল ব্যথা। ছায়া ধরার ব্যবসা করি তাও জানোনা বুঝি? রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি। শিশির ভেজা সদ্য ছায়া, সকাল বেলায় তাজা, গ্রী

11

কুমড়োপটাশ

11 December 2023
0
0
0

(যদি) কুমড়োপটাশ নাচে- খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে। চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে। (যদি) কুমড়োপটাশ কাঁদে- খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে

12

প্যাঁচা আর প্যাঁচানী

11 December 2023
0
0
0

প্যাঁচা কয় প্যাঁচানী, খাসা তোর চাাঁচানি, শুনে শুনে আনন্মন নাচে মোর প্রাণমন। মাজা-গলা চাঁচা সুর আহলাদে ভরপুর। গলা-চেরা ধমকে গাছ পালা চমকে, সুরে সুরে কত প্যাঁচ গিট্‌কিরি ক্যাচ্ ক্যাঁচ্। যত ভ

13

কাতুকুতু বুড়ো

11 December 2023
1
0
0

আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার! সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ী- কাতুকুতুর কুল্পি খেয়ে ছিড়বে পেটের নাড়ী। কোথায় বাড়ী কেউ জানে না, কোন সড়কের মোড়ে, একলা

14

বুড়ীর বাড়ী

11 December 2023
1
0
0

গালভরা হাসিমুখে চালভাজা মুড়ি, ঝুরঝুরে প'ড়ো ঘরে থুরথুরে বুড়ী। কাঁথাভরা ঝুলকালি, মাথাভরা ধুলো, মিই মিটে ঘোলা চোখ, পিঠখানা কুলো। কাঁটা দিয়ে আঁটা ঘর-আঠা দিয়ে সেঁটে সূতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে। ভর

15

হাতুড়ে

11 December 2023
0
0
0

একবার দেখে যাও ডাক্তারি কেরামৎ কাটা ছেঁড়া ভাঙা চেরা চপট্ মেরামৎ। কয়েছেন গুরু মোর, "শোন শোন বৎস, কাগজের রোগী কেটে আগে কর মক্স।" উৎসাহে কি না হয়? কি না হয় চেষ্টায়? অভ্যাসে চপট্ হাত পাকে শেষটায়। খেটে

16

কিম্ভূত

11 December 2023
0
0
0

বিদঘুটে জানোয়ার কিমাকার কিস্তৃত, সারাদিন ধ'রে তার শুনি শুধু খুঁতখুঁত। মাঠপারে ঘাটপারে কেঁদে মরে খালি সে, ঘ্যান ঘ্যান আবদারে ঘন ঘন নালিশে। এটা চাই সেটা চাই কত তার বায়না- কি যে চায় তাও হাই বোঝা কিছু যায়

17

চোরধরা

11 December 2023
0
0
0

আরে ছি ছি! রাম রাম! ব'লো নাহে ব'লো না, চছে যা জুয়াচুরি, নাহি তার তুলনা। যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে, ভয়ানক ক'মে যায় খাবারের ভাগেতে। রোজ দেখি খেয়ে গেছে, জানিনাকো কারা সে, কালকে যা হ'য়ে গেল ডাকাতির বা

18

ভাল রে ভাল!

11 December 2023
0
0
0

দাদা গো! দেখছি ভেবে অনেক দূর- এই দুনিয়ার সকল ভাল, আসল ভাল নকল ভাল, সস্তা ভাল দামীও ভাল, তুমিও ভাল আমিও ভাল, হেথায় গানের ছন্দ ভাল, হেথায় ফুলের গন্ধ ডাল, মেঘ-মাখানো আকাশ ভাল, ভেউ-জাগানো বাতাস ভাল, গ্রীষ

19

বাবুরাম সাপুড়ে

11 December 2023
0
0
0

বাবুরাম সাপুড়ে কোথা যাস্ বাপুরে? বাবুরাম সাপুড়ে, আয় বাবা দেখে যা, যে সাপের চোখ নেই, ছোটে না কি হাঁটে না, করে নাকো ফোঁস্ ফাঁস্, নেই কোনো উৎপাত, সেই সাপ জ্যান্ত তেড়ে মেরে ডাঙা দুটো সাপ রেখে যা- শ

20

বোম্বাগড়ের রাজা

11 December 2023
0
0
0

কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত ভাজা ? রানীর মাথায় অষ্ট প্রহর কেন বালিশ বাঁধা? পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সদি হ'লে ডিগবাজি খায় লোকে? জোছনা রাতে

21

নেড়া বেলতলায় যায় কবার?

11 December 2023
0
0
0

রোদে রাঙা ইটের পাঁজা তার উপরে বসল রাজা- ঠোঙান্ডরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা: রাজা বলে, "বৃষ্টি নামা- নইলে কিচ্ছু মিলছে না।" থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'

22

বুঝিয়ে বলা

12 December 2023
1
0
0

ও শামাদাস! আয় তো দেখি, বোস তো দেখি এথেনে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা। ওসব তোদের চালাকি- এই যে বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি? কালা কি? মামার ব্যামো? বদ্যি ডাকবি?

23

হুঁকো মুখো হ্যাংলা

12 December 2023
0
0
0

হুঁকোমুখো হ্যাংলা বাড়ী তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি? কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামাদাস মামা তার আফিঙের থানাদার, আর তার কেউ নাই এ-ছাড়া- তাই বুঝি একা সে

24

একুশে অহিন

12 December 2023
0
0
0

শিব ঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে! কেউ যদি যায় পিছলে প'ড়ে প্যায়দা এসে পাড়ে ধরে, কাজির কাছে হয় বিচার- একুশ টাকা দণ্ড তার ।। সেথায় সন্ধ্যে ছ'টার আগে, হাঁচতে হ'লে টিকিট লাগে; হাঁলে পরে বিটিক

25

দাঁড়ে দাঁড়ে দ্রুম!

12 December 2023
0
0
0

ছুটছে মটর ঘটর ঘটর ছুটছে গাড়ী জুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে করছে হুড়োহুড়ি। ছুটছে কত ক্ষ্যাপার মতো পড়ছে কত চাপা, সাহেবমেমে থমকে থেমে বলছে 'মামা পাপা।' আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে "দাঁড়ে দাঁড়ে

26

গল্প বলা

12 December 2023
0
0
0

"এক যে রাজা"-"থাম্ না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা।" "তার যে মাতুল"-"মাতুল কি সে?- সবাই জানে সে তার পিশে।" "তার ছিল এক ছাগল ছানা"- ছাগলের কি গজায় ডানা ?" "একদিন তার ছাতের 'পরে"- "ছাত কোথা

27

নারদ! নারদ!

12 December 2023
0
0
0

"হ্যাঁরে হ্যাঁরে, তুই নাকি কাল শাদাকে বলছিলি লাল? (আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সূরে? (আর) তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো? (আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে

28

কি মুস্কিল!

12 December 2023
0
0
0

সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত, সরকারী সব অফিসখানার কোন সাহেবের কদর কত। কেমন ক'রে চাইনি বানায়, কেমন ক'রে পোলাও করে, হরেক রকম মুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক'রে, সাবান কালি দাঁতের মাজন বানাবার সব

29

ডাণ পিটে

12 December 2023
0
0
0

বাপুরে কি ডানপিটে ছেলে! কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভূত সেজে আটা মেখে মুখে, ঠাঁই ঠাঁই শিশি ভাঙে শ্লেট দিয়ে ঠুকে! অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ ক'রে দুম্দাম্ পড়ে। বাপুরে কি ডান

30

আহলাদী

12 December 2023
0
0
0

হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহলাদী, তিনজনেতে জলা ক'রে ফোল্লা হাসির পাল্লা দি। হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই, হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই। ভাবছি মনে, হাসছি কেন? থাকব

31

রাম গরুড়ের ছানা

12 December 2023
0
0
0

রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে, "হাসব না-না, না-না!" সদাই মরে গ্রাসে - ঐ বুঝি কেউ হাসে! এক চোখে তাই মিউমিটিয়ে তাকায় আশেপাশে। ঘুম নেই তার চোখে আপনি ব'কে ব'কে আপনার

32

ভূতুড়ে খেলা

12 December 2023
0
0
0

পরশু রাতে পষ্ট চোখে দেখন বিনা চশমাতে. পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে। কচ্ছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে, আহলাদেতে ধূপধূপিয়ে কচ্ছে কেমন হল্লা সে। শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি ক

33

হাত গননা

12 December 2023
0
0
0

ও পাড়ার নন্দগোঁসাই, আমাদের নন্দ গুড়ো, রভাবেতে সরল সোজা অমায়িক শাস্ত বুড়ো। ছিল না তার অসুখবিসুখ, ছিল সে যে মনের সুখে, দেখা যেত সদাই তারে হ'কোহাতে হাস্যমুখে। হঠাৎ কি তার খেয়াল হল, চন্ন সে তার হাত দেখাতে

34

গন্ধ বিচার

12 December 2023
0
0
0

সিংহাসনে বন্ধ রাজা বাজল কাঁসর ঘন্টা, হুঙ্কটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুড়োর মনটা। বলে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি-গন্ধ তো নয় মন্দ! রাজা বলেন, মন্দ ভালো দেখুক শুঁকে বদ্যি, বদ

35

গুলোর গান

12 December 2023
0
0
0

বিদ্ঘুটে বাত্তিরে ঘুটঘুটে ফাঁকা, গাছপালা মিশ্মিশে মখমলে ঢাকা। জটবাঁধা ঝুল কালো বটগাছতলে, ধন্ধক জোনাকির চকমকি জ্বলে। চুপচাপ চারিদিকে ঝোপ ঝাড়গুলো, আয় ভাই গান গাই আয় ভাই হলো। গীত গাই কা

36

কাঁদুনে

12 December 2023
0
0
0

ছিঁচকাঁদুনে মিল্কে যারা সস্তা কেঁদে নাম কেনে, ঘ্যাঁঙায় শুধু ঘ্যানর ঘ্যানর ঘ্যানঘ্যানে আর প্যানপ্যানে- ঝুঁকিয়ে কাঁদে খিদের সময়, ফুঁপিয়ে কাঁদে ধন্কালে, কিম্বা হঠাৎ লাগলে ব্যথা, কিম্বা ভয়ে চত্কালে। অল

37

ভয় পেয়োনা

12 December 2023
0
0
0

ভয় পোয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না- সত্যি বলছি কুস্তি ক'রে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়

38

ট্যাঁশ গরু

12 December 2023
0
0
0

ট্যাঁশ গরু গরু নয়, আসলেতে পাখি সে। যার খুশি দেথে এস হারুদের আফিসে। চোখ দুটি চুলু ভুলু, মুখখানা মস্ত, ফিফাট্ কালোচুলে টেরিকাটা চোস্ত। তিন-বাঁকা শিং তার, ল্যাজখানি প্যাঁচান - একটুকু ছোঁও যদি, বাপ্রে

39

নোটবই

12 December 2023
0
0
0

এই দেখ পেনসিল, নোটবুক এ-হাতে, এই দেখ ভরা সব কিল্বিল্ লেখাতে। ভালো কথা শুনি যেই চই লিখি তায়- ফড়িঙের ক'টা ঠ্যাং, আরগুলা কি কি খায়। আঙুলেতে আটা দিলে কেন লাগে চট্, কাতুকুতু দিলে গরু কেন করে ছট্‌ফট্। দেখে

40

ঠিকানা

12 December 2023
0
0
0

আরে আরে জগমোহন-এস, এস, এস- বলতে পার কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোননি? খগেনকে তো চেন? শ্যাম বাচি খগেনেরই মামাশ্বশুর জেনো। শ্যামের জামাই কেস্টমোহন, তার যে বাড়ীওলা- (কি যেন নাম ভুলে গেছি)

41

পালোয়ান

12 December 2023
0
0
0

খেলার ছলে ষষ্ঠিচরণ হাতি লোফেন যখন তখন, দেহের ওজন উনিশটি মণ, শক্ত যেন লোহার গঠন। একদিন এক গুণ্ডা তাকে বাঁশ বাগিয়ে মারল বেগে- ভাঙল সে-বাঁশ শোলার মতো মই ক'রে তার কনুই লেগে। এই তো সেদিন রাস্তা দিয়ে চলতে গ

42

বিজ্ঞান শিক্ষা

12 December 2023
0
0
0

আয় তোর মুণ্ডুটা দেখি, আয় দেখি 'ফুটস্কোপ' দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস্ ভস্ ঘিলু, কতখানি ঠণ্ঠকে ফাঁপা। মন তোর কোন দেশে থাকে,

43

ফসকে গেল!

12 December 2023
0
0
0

দেখ বাবাজি দেখবি নাকি দেখরে খেলা দেখ্ চালাকি, ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়, গড় পড়বি পাখি ধপ্ লাফ দি'রে তাই তালটি ঠুকে তাক ক'রে যাই তীর ধনুকে, ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ্ ক'রে তোর লাগবে বুকে-খপ্ গুড়

44

আবোল তাবোল

12 December 2023
0
0
0

মেঘ মুলুকে ঝাপসা রাতে, রামধনুকের আবৃছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে, তান ধরেছি কন্ঠ পুরে। হেথায় নিষেধ নাইরে দাদা, নাইরে বাঁধন নাইরে বাধা। হেথায় রঙিন আকাশতলে স্বপ্ন দোলা হাওয়ায় দোলে সুরের নেশার ঝরনা ছোটে

---