মেঘ মুলুকে ঝাপসা রাতে, রামধনুকের আবৃছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে, তান ধরেছি কন্ঠ পুরে। হেথায় নিষেধ নাইরে দাদা, নাইরে বাঁধন নাইরে বাধা। হেথায় রঙিন আকাশতলে স্বপ্ন দোলা হাওয়ায় দোলে সুরের নেশার ঝরনা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে রঙিয়ে আকাশ, রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বন্ধ যা মোর চিত্তে লাগে নাই বা তাহার অর্থ হোক্ নাই বা বুঝুক বেবাক্ লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে।
ছুইলে কথা থামায় কে? আজকে ঠেকায় আমায় কে? আজকে আমার মনের মাঝে ধাঁই ধপাধপ্ তবলা বাজে- রাম-খটাখট্ ঘ্যাঁচাং ঘ্যাঁচ্ কথায় কাটে কথার প্যাঁচ্। আলোয় কাটে অন্ধকার, ঘন্টা বাজে গন্ধে তার। গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চ ভূত! হ্যাংলা হাতী চ্যাং-দোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা। মক্ষিরানী পক্ষীরাজ- দস্যি ছেলে লক্ষ্মী আজ। আদিম কালের চাঁদিম হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। ঘনিয়ে এল ঘুমের ঘোর,
পানের পালা সাঙ্গ মোর।।