shabd-logo

কাঁচায় পাকায়

23 November 2023

2 Viewed 2

বাদশার আগাগোড়া পাকা দাড়ির মাঝে একটি মাত্র কাঁচা ও বেগমের সব কাঁচা চুলের মধ্যে একটি পাকা চুল দেখা যায়। বেগমের কিছুতেই পছন্দ হয় না বাদশার দাড়ি-তা যতই কেন বাদশা আতর কস্তুরীতে দাড়ি মাজুন। ওদিকে বেগমসাহেবা--তিনিও মাথায় হীরে-মুক্তোর ঝাপটা সিঁথি পরে মাথা ঘষা মেথেও সেই একগাছি পাকা চুল বাদশার চোখ থেকে ঢেকে রাখতে পারেন না। দুজনে দুজনকে দেখে মুখ ফেরান, দুজনেই মনের দুঃখে থাকেন, শেষে এমন হ'ল যে, বাদশার দরবারে কাঁচা-দাড়ি এবং বেগমের দরবারে পাকাচুল যাদের তাদের টেকাই দায় হল।

কবি আসে, কালোয়াত আসে, ছবিওয়ালী আসে, চুড়ীওয়ালী আসে, কেউ খাতির পায় না, উল্টে বরং ধমক খায়, গর্দানি খায়, সরে পড়ে প্রাণ নিয়ে!

উজির ভেবেই অস্থির---কি করা যায়! নাপিত-নাপ্তিনীকে উজির ডেকে বলেন, 'তোরা সাঁড়াশি দিয়ে চুল-দুগাছা উপড়ে দে, আপদ ঢুকুক।' হাজাম-হাজামিন দুজনে ভয়ে শিউরে উঠে বলে, 'দোহাই উজির সাহেব, এমন কাজ আমাদের দ্বারা হবে না---সাঁড়াশি দিয়ে আমাদের দাঁত উপড়ে ফেলতে বলেন তো পারি, বাদশা বেগমের উপর অস্তর চালাই এমন নেমকহারাম আমরা নই!'

উজির নিঃশ্বাস ফেলে গালে হাত দিয়ে বসেন! কি উপায়!

মোল্লা দো-পেঁয়াজা পেঁয়াজ-রসুন খেতে বড়ই ভালবাসেন, কিন্তু হাতে পয়সা নেই মাষকলাই কৈনবারও। ফতোয়া দেন মজিদে দু-বেলা; কোন ফল হয় না। তাঁর বিবি তাঁকে বলেন, 'দেখ, এই সময় বাদশা-বেগমকে খুশি করতে পার তো কিছু হতে পারে।'

মোল্লা দো-পেঁয়াজা বল্লেন, 'তা জানি, পেঁয়াজও হতে পারে পয়জারও হতে পারে।' বিবি বল্লেন, 'দেখ না চেষ্টা করে। কিছু না হওয়ার চেয়ে সে-ও যে ভাল।'

মোল্লা সকালে কোমর বেঁধে মজলিসে হাজির! দেখেন সবাই যে যার দাড়ি মোচড়াচ্ছেন আর চুপ ক'রে বসে আছেন। এমন কি যার দাড়ি-গোঁফ কিছুই নেই সেও হাত বোলাচ্ছে শুধু গালের ওপরটাতেই। নাচ-গান আমোদ-আহলাদ সব বন্ধ।

বাদশা মোল্লার দিকে চাইতেই মোল্লা মস্ত এক সেলাম ঠুকলেন, কিন্তু বাদশার উচ্চবাচ্য নেই। তখন মোল্লা একেবারে দাঁড়িয়ে উঠে যে ভাবে ফতোয়া দেয় লোকে, 'সেইভাবে সুর করে গান সুরু করলেন দাড়ি নেড়ে, যথা-আবূ দাড়ি চাপ্ দাড়ি, বুলবুল চস্নেদার দাড়ি, কুল্ পাক্কা এক কাঁচ্চা ওহি দাড়ি সবক্সে আচ্ছা।

বাদশা খুশি হয়ে তালে তালে ঘাড় নাড়ছেন দেখে দো-পেঁয়াজা আবার গাইলেন-এক দাড়ি মান মনোহর,

এক দাড়ি ভব্বো। এক দাড়ি খালিফ ফজিহৎ এক দাড়ি উল্লো।

সদর পাক্কা অন্দর কাঁচ্চা ওহি ওহি সর্বসে আচ্ছা!

শুনে-শুনে বাদশা একগাল হেসে ফেল্লেন, সেই সময় অন্দরেও হাসির রোল উঠলো পর্দার আড়ালে!

এক সঙ্গে বাদশা-বেগম আমির-ওমরা এবং শহরের কাঁচা-পাকা যে কেউ খুশি হয়ে গেল। মোল্লার আর প্যাঁজ-রসুন ধরে না ঘরে। শহরের বাড়ি বাড়ি দাড়ির গান উল্টে পাল্টে লোকে গাইতে থাকলো, যার যেমন খুশি সুরে।       
(দাড়ির গান)

আবূ দাড়ি চাপ্ দাড়ি, বুলবুল চদোর দাড়ি--

কুল্ পাক্কা এক কাঁচ্চা সবক্সে দাড়ি ওহি আচ্ছা!

এক দাড়ি মান মনোহর, এক দাড়ি ভব্বো, এক দাড়ি খালিফ্ ফজিহৎ, এক দাড়ি উচ্চো!

সদর পাক্কা অন্দর কাঁচ্চা ওহি ওহি সর্বক্সে আচ্ছা!

লম্বে দাড়ি ওহি আচ্ছা। ছোটে ছোটে ওভি আচ্ছা। দাড়িমে সত্তি সচ্চা।

পাক্কে কাচ্চে সত্তি আচ্ছা। 'আচ্ছা আচ্ছা' বোলি সাচ্চা। 

7
Articles
কানকাটা রাজার দেশ
0.0
আলো থেকে দূরে নির্জনে বসবাসকারী রহস্যময় রাজাকে ঘিরে নাটকটি আবর্তিত হয়েছে। তার রানী সীতা তাকে দেখতে চায় এবং তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। নাটকটি প্রেম, আত্ম-আবিষ্কার এবং সত্যের সাধনার বিষয়বস্তু অন্বেষণ করে। গল্পটি উন্মোচিত হওয়ার সাথে সাথে, সীতার অধ্যবসায় রাজার প্রকৃতি এবং অভ্যন্তরীণ অন্ধকার সম্পর্কে একটি প্রকাশের দিকে নিয়ে যায় যা তাকে আবৃত করে। নাটকটি প্রতীকী এবং মানব সম্পর্কের জটিলতা এবং জ্ঞানার্জনের সন্ধানে তলিয়ে যায়। ঠাকুরের কাব্যিক ভাষা এবং গভীর দার্শনিক অন্তর্দৃষ্টি পুরো আখ্যান জুড়ে স্পষ্ট। "কান কাটার রাজার দেশ" একটি নিরবধি কাজ যা মানুষের চেতনার অভ্যন্তরীণ ক্ষেত্রগুলির প্রতিফলনকে আমন্ত্রণ জানায়।
1

কানকাটা রাজার দেশ

23 November 2023
1
0
0

এক ছিল রাজা আর তাঁর ছিল এক মস্ত বড় দেশ তার নাম হল কানকাটার দেশ। সেই দেশের সকলেরই কান কাটা। হাতি, ঘোড়া, ছাগল, গরু, মেয়ে, পুরুষ, গরিব, বড়মানুষ, সকলেরই কান কাটা। বড়লোকদের এক কান, মেয়েদের এক কানের আধখানা,

2

কাঁচায় পাকায়

23 November 2023
1
0
0

বাদশার আগাগোড়া পাকা দাড়ির মাঝে একটি মাত্র কাঁচা ও বেগমের সব কাঁচা চুলের মধ্যে একটি পাকা চুল দেখা যায়। বেগমের কিছুতেই পছন্দ হয় না বাদশার দাড়ি-তা যতই কেন বাদশা আতর কস্তুরীতে দাড়ি মাজুন। ওদিকে বেগমসাহেবা

3

কারিগর ও বাজিকর

24 November 2023
0
0
0

কারিগর যেখানে থেকে কারিগরি করে সে দেশে কাজ হয় আস্তে আস্তে ধীরে সুস্থে। এতটুকু বীজ যেমন হয়ে ওঠে মস্ত গাছ আস্তে আস্তে, গুটিপোকা যেমন আস্তে ধীরে হয়ে ওঠে রঙিন প্রজাপতি, সেইভাবে কাজ চলে কারিগরি-পাড়ায়। হঠাৎ

4

আলোয় কালোয়

24 November 2023
0
0
0

পুবের পাখি তারা বাসা বেঁধে থাকে মলয় দ্বীপে চন্দন বনে। বঝাঁক বেঁধে ওড়ে পুব আকাশে সোনার আলোয়। ধান-ক্ষেতের কচি সবুজ মেখে নিয়ে সবুজ হল তাদের ডানা, হিঙ্গুল ফলের কম লেগে হল রাঙা তাদের ঠোঁট। তার একটি পাখি এ

5

বড় রাজা ছোটরাজার গল্প

24 November 2023
0
0
0

দুই রাজা থাকেন-বড় রাজা আর ছোট রাজা। দুজনে একদিন দিবিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতী ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে, বড় বড় রাজত্ব জয় করতে করতে। এদিকে ছোট র

6

টুকরি বুড়ি

24 November 2023
0
0
0

জন্মেই শুরু করলে ছেলেটি কান্না-উ-এঁ-৩-৩-৩, সে কান্না আর থামে না। 'ও ছেলের মা, দুধ দাও গো ভুখ লেগেছে, ছেলে যে গেল!' দুধ টেনে খায় ছাওয়াল চোঁ-চোঁ, পেট ভরে, তারপর আবার শুরু ৩-৩। মা বলে, 'বুকে যে দুধ নেই

7

ভোম্বল দাসের কেলাশ যাত্রা

24 November 2023
0
0
0

সিংহির মামা ভোম্বলদাস নেহাৎ সেকালের জানোয়ার। রাজকার্য চালাবার মতো বুদ্ধিও তাঁর ছিলনা, গায়ের জোর যে খুব ছিল, তাও নয়। খোস-মেজাজে সেজে- গুজে সিংহাসনে বসে আয়েস আর আমোদ-আহলাদ করতেই তাঁর জন্ম হয়েছিল। রাজকার

---