shabd-logo

বড় রাজা ছোটরাজার গল্প

24 November 2023

6 Viewed 6

দুই রাজা থাকেন-বড় রাজা আর ছোট রাজা। দুজনে একদিন দিবিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতী ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে, বড় বড় রাজত্ব জয় করতে করতে। এদিকে ছোট রাজা, তিনি চললেন ছোটলোকের সাজে, ছোট ছোট খেলবার কামান বন্দুক হাতী ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজত্ব জয় করতে-বড় রাজার পিছনে পিছনে।

মস্ত বড় এই পৃথিবী-বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন-এমন সময় চর এসে খবর দিলে, মহারাজ, শুনে এলুম, ছোট রাজা ছোট রাজা নিয়ে সুখে রয়েছে।

বড় রাজা বললেন, তাকে বল, আমি পৃথিবীটা জয় ক'রে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যয় যাক।

দূত গেল ছোট রাজার কাছে। কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না কোথায় বা রাজা, কোথায় বা রাজত্ব! সে ফিরে এসে বড় রাজাকে খবর দিলে -চক্ষুর অগোচর সে রাজত্ব। সেখানে প্রবেশ করা ভারী কঠিন।

বড় রাজা বড়ই খাপ্পা হ'য়ে বললেন, চলো, আমি নিজে যাবো।

বড় রাজা মস্ত মস্ত হাতী ঘোড়া রথ রথী নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট সহর এত ছোট যে, সেখানে হাতী চলে না, ঘোড়া চলে না।

মন্ত্রীরা মন্ত্রণা দিলে, সবাই চোথে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো।

সেনাপতি বললেন, এতে কোরে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না।

রাজা বললেন, দেখাই যাক না। যুদ্ধ বাধলো--সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গলে পালালো। তাঁর কামান আন্দাজ ঠিক করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো, নয়তো আকাশে ঘুরে ঝুপঝাপ্ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্তর-সে সব বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না।

বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাঁপরে পড়ে ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন।

ছোট রাজা হেসে বললেন, দাদা, তুমি তোমার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাক। ছোটতে-বড়তে সন্ধি হ'লে কি হয় তা জান না কি?

বড় রাজা বললেন, তা কি আর জানিনে?

মন্ত্রীরা বললেন, তা কি আর জানেন না? সেনাপতি বললেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, এটুকু আর জানেন না? ছোট রাজা বললেন, তা হ'লে এবারকার মতো এইটুকু জেনেই ঘরে যান সকলে। আরো কি জানতে চান?

বড় রাজা বড় রেগে বললেন, ছোটকে টু'টি চেপে ধরলে সে কি করে তাই জানতে চাই।

বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় ছোট রাজা, মায় তাঁর রাজত্বটা পর্যন্ত কষে চেপে ধরলেন। জল যেমন গলে পালায় তেমনি বড় রাজার মোটা-মোটা আঙুলের ফাঁক বেয়ে ছোট রাজা, মায় তাঁর রাজ সিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল।

বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বিধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙুলটা ফুলে কলাগাছ হয়ে উঠলো দেখতে দেখতে। 

7
Articles
কানকাটা রাজার দেশ
0.0
আলো থেকে দূরে নির্জনে বসবাসকারী রহস্যময় রাজাকে ঘিরে নাটকটি আবর্তিত হয়েছে। তার রানী সীতা তাকে দেখতে চায় এবং তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। নাটকটি প্রেম, আত্ম-আবিষ্কার এবং সত্যের সাধনার বিষয়বস্তু অন্বেষণ করে। গল্পটি উন্মোচিত হওয়ার সাথে সাথে, সীতার অধ্যবসায় রাজার প্রকৃতি এবং অভ্যন্তরীণ অন্ধকার সম্পর্কে একটি প্রকাশের দিকে নিয়ে যায় যা তাকে আবৃত করে। নাটকটি প্রতীকী এবং মানব সম্পর্কের জটিলতা এবং জ্ঞানার্জনের সন্ধানে তলিয়ে যায়। ঠাকুরের কাব্যিক ভাষা এবং গভীর দার্শনিক অন্তর্দৃষ্টি পুরো আখ্যান জুড়ে স্পষ্ট। "কান কাটার রাজার দেশ" একটি নিরবধি কাজ যা মানুষের চেতনার অভ্যন্তরীণ ক্ষেত্রগুলির প্রতিফলনকে আমন্ত্রণ জানায়।
1

কানকাটা রাজার দেশ

23 November 2023
1
0
0

এক ছিল রাজা আর তাঁর ছিল এক মস্ত বড় দেশ তার নাম হল কানকাটার দেশ। সেই দেশের সকলেরই কান কাটা। হাতি, ঘোড়া, ছাগল, গরু, মেয়ে, পুরুষ, গরিব, বড়মানুষ, সকলেরই কান কাটা। বড়লোকদের এক কান, মেয়েদের এক কানের আধখানা,

2

কাঁচায় পাকায়

23 November 2023
1
0
0

বাদশার আগাগোড়া পাকা দাড়ির মাঝে একটি মাত্র কাঁচা ও বেগমের সব কাঁচা চুলের মধ্যে একটি পাকা চুল দেখা যায়। বেগমের কিছুতেই পছন্দ হয় না বাদশার দাড়ি-তা যতই কেন বাদশা আতর কস্তুরীতে দাড়ি মাজুন। ওদিকে বেগমসাহেবা

3

কারিগর ও বাজিকর

24 November 2023
0
0
0

কারিগর যেখানে থেকে কারিগরি করে সে দেশে কাজ হয় আস্তে আস্তে ধীরে সুস্থে। এতটুকু বীজ যেমন হয়ে ওঠে মস্ত গাছ আস্তে আস্তে, গুটিপোকা যেমন আস্তে ধীরে হয়ে ওঠে রঙিন প্রজাপতি, সেইভাবে কাজ চলে কারিগরি-পাড়ায়। হঠাৎ

4

আলোয় কালোয়

24 November 2023
0
0
0

পুবের পাখি তারা বাসা বেঁধে থাকে মলয় দ্বীপে চন্দন বনে। বঝাঁক বেঁধে ওড়ে পুব আকাশে সোনার আলোয়। ধান-ক্ষেতের কচি সবুজ মেখে নিয়ে সবুজ হল তাদের ডানা, হিঙ্গুল ফলের কম লেগে হল রাঙা তাদের ঠোঁট। তার একটি পাখি এ

5

বড় রাজা ছোটরাজার গল্প

24 November 2023
0
0
0

দুই রাজা থাকেন-বড় রাজা আর ছোট রাজা। দুজনে একদিন দিবিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতী ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে, বড় বড় রাজত্ব জয় করতে করতে। এদিকে ছোট র

6

টুকরি বুড়ি

24 November 2023
0
0
0

জন্মেই শুরু করলে ছেলেটি কান্না-উ-এঁ-৩-৩-৩, সে কান্না আর থামে না। 'ও ছেলের মা, দুধ দাও গো ভুখ লেগেছে, ছেলে যে গেল!' দুধ টেনে খায় ছাওয়াল চোঁ-চোঁ, পেট ভরে, তারপর আবার শুরু ৩-৩। মা বলে, 'বুকে যে দুধ নেই

7

ভোম্বল দাসের কেলাশ যাত্রা

24 November 2023
0
0
0

সিংহির মামা ভোম্বলদাস নেহাৎ সেকালের জানোয়ার। রাজকার্য চালাবার মতো বুদ্ধিও তাঁর ছিলনা, গায়ের জোর যে খুব ছিল, তাও নয়। খোস-মেজাজে সেজে- গুজে সিংহাসনে বসে আয়েস আর আমোদ-আহলাদ করতেই তাঁর জন্ম হয়েছিল। রাজকার

---