সোশ্যাল মিডিয়ায় হামেশাই কিছু না কিছু ঘটতে থাকে। তার মধ্যে কিছু জিনিস মানুষের নজর কাড়ে। নিমেষে ভাইরাল হয়ে যায়। কখনও কোনও ছবি বা ভিডিয়ো থাকে এই তালিকায়, কখনও আবার কোনও পোস্ট। এদিনও তার অন্যথা হল না। ফেসবুকের পাতায় এদিন এক WBCS অফিসার সাফ জানালেন তিনি বেকারদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। দিলেন আরও নানা যুক্তি
এদিন প্রসূন কুমার চট্টোপাধ্যায় নামক এক WBCS অফিসার তাঁর ফেসবুকের পাতায় লেখেন, 'প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো কাজ করেন বা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন এমন কেউ প্লীজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না।' তাঁর এই পোস্টের পরই উসকে গিয়েছে বিতর্ক। কেউ কেউ ভারী মজা পেয়েছেন তাঁর এই পোস্টে। কেউ আবার হেনেছেন কটাক্ষ। একাধিক WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছেন যাঁরা তাঁদের গ্রুপ থেকে শুরু করে অফিসারদের গ্রুপের চর্চার বিষয় হয়ে উঠেছে এটি। যদিও বর্তমানে তিনি এই পোস্টটি ডিলিট করেছেন।
অনেকেই তাঁকে এই পোস্টে কটাক্ষ করেছেন। অনেক মহিলারা আবার জানিয়েছেন প্রসূন কুমার চট্টোপাধ্যায় তাঁদের যেচে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। সেই মহিলারা যখন বলছেন যে 'কাকু আমি তো চাকরি পাইনি তাও আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। কী করব এবার? রাখব না বের করে দেব?' এর উত্তরে তিনি মহিলাদের এক উত্তর দিয়েছেন, পুরুষদের আরেক উত্তর দিয়েছেন। তাঁর বক্তব্যে যাঁরা ছোটখাটো চাকরি করেন বা বেকার তাঁদের সঙ্গে কথা বলা যাবে না। একই সঙ্গে জানান তিনি এ গেজেটেড অফিসার তাই বেকারদের অধিকার নেই তাঁর সঙ্গে কথা বলার! নিমেষে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। উনি পোস্ট ডিলিট করে দিতে পারেন এই আশঙ্কা করে অনেকে আবার স্ক্রিনশট তুলেও সেটা পোস্ট করেন।