রাঙা বউ’ ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই বড় পর্দায় কাজের সুযোগ পেলেন টিভির জনপ্রিয় মুখ শ্রুতি দাস। শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। সে কথা ইতিমধ্যেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। হাতে পেয়ে গিয়েছেন স্ক্রিপ্টও। চলছে চরিত্রেরই প্রস্তুতি।
৫ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে আমার বস সিনেমার শ্যুট। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রুতিকে। অনেক বছর পর বাংলা সিনেমায় কাজ করছেন রাখি। ২০১৯ সালে নির্বাণ ছবিতে শেষ তাঁকে দেখা গিয়েছে বাংলা ছবিতে। আর ২০২৪ সালে ফিরলেন শিবপ্রসাদ-নন্দিতা জুটির হাত ধরে। গরমের ছুটিতে আমার বস মুক্তি পেতে পারে। যদিও গল্প কেমন হবে তা নিয়ে কিছুই জানাননি এখনও নির্মাতারা। তবে তাতে কি, এই জুটির সিনেমা নিয়ে বারবারই আলাদা উন্মাদনা থাকে দর্শকের। এবারেও তাই।
ইতিমধ্যেই বাংলা ধারাবাহিকের একাধিক অভিনেত্রী জায়গা করে নিয়েছেন সিনেমার পর্দায়। সেই তালিকায় মিমি-ঋতাভরীরা তো ছিলেনই, সদ্য যোগ হয়েছেন সৌমিতৃষা, দেবচন্দ্রিমারা। প্রথম সিনেমার স্ক্রিপ্টের ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি সোশ্যাল মিডিয়াতে। সঙ্গে ক্ল্যাপবোর্ড নিয়েও একটি ছবি।
দেখা গেল, স্ক্রিপ্টের উপর গোটা গোটা করে শ্রুতির জন্য বার্তা রেখেছেন নন্দিতা। তাতে লেখা, ‘আমার কালো সুন্দরী, আমায় জয়ী ঘোড়া। তোমাকে আমার সিনেমায় পেয়ে উত্তেজিত। – ভালোবাসা, নন্দিতা রায়।’ তারিখে লেখা আছে ৫ জানুয়ারি।স্ক্রিপ্টের নীচে লেখা গল্প ও চিত্রনাট্য নন্দিতার, আর ডায়লগ শিবপ্রসাদের। চরিত্রের নামটি আঙুল চাপা দিয়ে আড়াল করে রেখেছেন শ্রুতি|
শ্রুতিকে শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীরা। একজন কমেন্টে লিখলেন, ‘অনেক শুভকামনা। দেখতে যাব তোমাকে সিনেমা হলে।’ আরেকজন লিখলেন, ‘তুমি একজন সুইটহার্ট। অনেক উন্নতি করো।’