shabd-logo

Sona Moni

10 October 2024

5 Viewed 5





সোনা মনি
গীতি কবিতা ও
কবিতা ( 10 টি )
আশরাফ খান


Copyright:- আশরাফ খান/ আশরাফ আলী।

Publisher:-
Rasulpur Performer







From July

ওগো নবী আমার
তরী পারাবার
হৃদয়ে তুমি আছো
হয়েছি প্রিয় খোদার
ভালবাসি তোমায় বারেবার
দাও গো দিদার দাও গো দিদার

বুকের মাঝে সুখের নেশা
পৃথিবীর প্রতি ভালো বাসা
ছাড়তে হবে ছাড়তে হবে
নইলে দোযখে যাবে
ভালবাসি তোমায় বারেবার
দাও গো দিদার দাও গো দিদার

ওগো নবী আমার
তরী পারাবার
হৃদয়ে তুমি আছো
হয়েছি প্রিয় খোদার
ভালবাসি তোমায় বারেবার
দাও গো দিদার দাও গো দিদার
আমাদের জন্য দিলে কোরবানি
তুমি এসো ফিরে হয়ে আসমানী
হও গো সাফায়াত
হও গো হেদায়াত
ভালবাসি তোমায় বারেবার
দাও গো দিদার দাও গো দিদার







মেয়েটিকে ফিরিয়ে দাও
ডার্বি তুমি নিয়ে নাও
চায়না চায়না কোনো টাকা পয়সা
ফিরিয়ে দাও মেয়ে টাকে করব না বচসা

মেয়েদের বলি কেনো প্রেম তুমি করবে না
ছেলেদের বলি নাতো ধর্ষণ করবি না
সমাজ কে শোধরাবে ছেলেকে ডাকাত করে
মেয়েদের পায়ে শিকল তো বেঁধে দেরে

মেয়েটিকে ফিরিয়ে দাও
ডার্বি তুমি নিয়ে নাও
চায়না চায়না কোনো টাকা পয়সা
ফিরিয়ে দাও মেয়ে টাকে করব না বচসা

রাতের অধিকার মেয়েরা নিয়ে নিক
কলঙ্কের দিন গুলো ধিক শত ধিক
রাতের অধিকার মেয়েরা নিয়ে নিক
কলঙ্কের দিন গুলো ধিক শত ধিক


মেয়েটিকে ফিরিয়ে দাও
ডার্বি তুমি নিয়ে নাও
চায়না চায়না কোনো টাকা পয়সা
ফিরিয়ে দাও মেয়ে টাকে করব না বচসা



বন্দে মাতরম 4

স্বাধীনতা মানে নয় ঘর ঘর তিরঙ্গা
স্বাধীনতা মানে নয় একটি রাজ্যে দাঙ্গা
সেই দাঙ্গা রুখতে ব্যর্থ যারা
দেশের রাজা হবেই তারা
সেই দাঙ্গা দেখে সব ভোটারই চাঙ্গা
স্বাধীনতা মানে নয় ঘর ঘর তিরঙ্গা
স্বাধীনতা মানে একটি রাজ্যে দাঙ্গা

স্বাধীনতা মানে নয় সকাল বেলা বন্দে খাওয়া
সকাল সকাল পতাকা তুলে মদের আসরে যাওয়া
স্বাধীনতা মানে সবাইকে ভালোবাসা
স্বাধীনতা মানে হলো নতুন আশা
অব সে হাম তুম হাম তুম নেহি করেঙ্গা

স্বাধীনতা মানে নয় ঘর ঘর তিরঙ্গা
স্বাধীনতা মানে নয় একটি রাজ্যে দাঙ্গা
সেই দাঙ্গা রুখতে ব্যর্থ যারা
দেশের রাজা হবেই তারা
সেই দাঙ্গা দেখে সব ভোটারই চাঙ্গা
স্বাধীনতা মানে নয় ঘর ঘর তিরঙ্গা
স্বাধীনতা মানে একটি রাজ্যে দাঙ্গা

হিন্দু মুসমানের মনের ভালোলাগা
অন্তরের গভীরে ঘুম থেকে জাগা
বিবেকের দংশন বিবেকের স্বাধীনতা
দেশ গড়ার অঙ্গীকারে আবদ্ধতা
অব সে হাম তুম হাম তুম নেহি করেঙ্গা


স্বাধীনতা মানে নয় ঘর ঘর তিরঙ্গা
স্বাধীনতা মানে নয় একটি রাজ্যে দাঙ্গা
সেই দাঙ্গা রুখতে ব্যর্থ যারা
দেশের রাজা হবেই তারা
সেই দাঙ্গা দেখে সব ভোটারই চাঙ্গা
স্বাধীনতা মানে নয় ঘর ঘর তিরঙ্গা
স্বাধীনতা মানে একটি রাজ্যে দাঙ্গা

এসো ভুলে মুসলিম শিখ খ্রিস্টান আর হিন্দু
আমার ভালোবাসার মা মাটি হিন্দ আর ইউ




,.

তোমায় পেয়ে পৃথিবী পেয়েছিলাম
তোমায় চাঁদ ভেবেছিলাম ।
আজ কোথায় মিলিয়ে গেলে হায়

তুমি ছিলে এত কাছে তাই
পৃথিবীতে স্বর্গ পেয়েছিলাম
তার স্নেহের স্পর্শে
সুখের গান গেয়েছিলাম

তুমি গেলে দূরে
হারিয়ে আমার জীবন হতে
ঘুমের চেয়েও বেশি কিছুতে
কত কথা দিয়ে ছিলে
যাবেনা কোনোদিন ফেলে
কিন্তু একই হলো হায়
তুমি ছিলে এত কাছে তাই
পৃথিবীতে স্বর্গ পেয়েছিলাম
তার স্নেহের স্পর্শে
সুখের গান গেয়েছিলাম


ভুলে গেলে কী করে
চলে গেলে বিয়ে করে
কাকে নিয়ে বাঁচবো আমি
বলবো কথা কর সাথে আমি

তোমায় পেয়ে পৃথিবী পেয়েছিলাম
তোমায় চাঁদ ভেবেছিলাম ।
আজ কোথায় মিলিয়ে গেলে হায়

,


এসো ভালোবাসার একটি সমাজ গড়ে তুলি
সব মানুষের স্বাধীনতা রাখি আশালীনতা ভুলি


মেয়েটিকে ফিরিয়ে দাও
ডার্বি তুমি নিয়ে নাও
চায়না চায়না কোনো টাকা পয়সা
ফিরিয়ে দাও মেয়ে টাকে করব না বচসা

মেয়েদের বলি কেনো প্রেম তুমি করবে না
ছেলেদের বলি নাতো ধর্ষণ করবি না
সমাজ তে শোধরাবে ছেলেকে ডাকাত করে
মেয়েদের পায়ে শিকল তো বেঁধে দেরে
সমাজের মানুষ সিরিয়াস হও
মেয়েটিকে ফিরিয়ে দাও
ডার্বি তুমি নিয়ে নাও
চায়না চায়না কোনো টাকা পয়সা
ফিরিয়ে দাও মেয়ে টাকে করব না বচসা

রাতের অধিকার মেয়েরা নিয়ে নিক
কলঙ্কের দিন গুলো ধিক শত ধিক
বহুগামী মনটাকে বেঁধে তোরা রাখ
পলিটিক্স এর ঘরে তোরা কাটিস নাক
পলিটিক্স ঘর থেকে তাড়িয়ে দাও
মেয়েটিকে ফিরিয়ে দাও
ডার্বি তুমি নিয়ে নাও
চায়না চায়না কোনো টাকা পয়সা
ফিরিয়ে দাও মেয়ে টাকে করব না বচসা

এসো ভালোবাসার একটি সমাজ গড়ে তুলি
সব মানুষের স্বাধীনতা রাখি আশালীনতা ভুলি

বাড়ি বাড়ি প্রেম হবে
ভালোবাসা ভরে যাবে
চিন্তা করিস না  

বিচ্ছেদে ভাঙবে না ঘর
ঘৃণা করে মারবে না বর
অস্থির হোস না
বাড়ি বাড়ি প্রেম হবে
ভালোবাসা ভরে যাবে
চিন্তা করিস না  

বর শোনো বলি তোমাকে
হাতের মুঠোয় আনো মনটাকে
বহুগামী হইয়ো না
কামনায় ভেসে না
বউ ছাড়া কাউকে ভালোবেসো না
বিচ্ছেদে ভাঙবে না ঘর
ঘৃণা করে মারবে না বর
অস্থির হোস না
বাড়ি বাড়ি প্রেম হবে
ভালোবাসা ভরে যাবে
চিন্তা করিস না  

আরে চেয়ে দেখো সন্তান
চেয়ে দেখো কেমন
নেই কেও এমন
তোমার বউয়ের মতন
ঝরে পড়ে বাদল যখন
কত সুন্দর লাগে তখন
মন নাচে ঋতু বদলের সাথে
কত সুন্দর লাগে তাতে
মন খারাপ কখনও করিস না
বিচ্ছেদে ভাঙবে না ঘর
ঘৃণা করে মারবে না বর
অস্থির হোস না
বাড়ি বাড়ি প্রেম হবে
ভালোবাসা ভরে যাবে
চিন্তা করিস না  

বাড়ি বাড়ি প্রেম হবে
ভালোবাসা ভরে যাবে
চিন্তা করিস না  



Bajle ghungurr


আরো ভালোবেসো
আরো কাছে এসো
তুমি বোঝনা
আমার মঞ্জে মনে না

বাজলে ঘুনরু তালের সারা পাই
বৃষ্টি ভেজা বাতাস আজ গেয়ে যাই
মনে আনন্দ তুমি কাছে এলে
ভালোবাসার ছোঁয়া তুমি দিয়ে গেলে

আরো ভালোবেসো
আরো কাছে এসো
তুমি বোঝনা
আমার মঞ্জে মনে না

ওঠো তুমি সুর ভেসে যায় বাতাস
ঝিরি ঝিরি ঝর্না ঝরে ঠাণ্ডাবাতাস
এক কৃষক বীজ বপন করে
কামনায় ভরা পাহারে
মখমল বিছানা পালতোলা
যেতে যেতে যেতে পারিনি
তবু আশা ছাড়িনি
পথে হলো দেরি
তাই যেতে পারিনি
তবু আশা ছাড়িনি
আরো ভালোবেসো
আরো কাছে এসো
তুমি বোঝনা
আমার মঞ্জে মনে না  
,


মন নিয়ে খেলা করো কেনো বলনা
দিনে দিনে করো তুমি বড় ছলনা
তারা হয়ে থাকো দূরে
মরীচিকা হয়ে প্রান্তরে


ভুলে থাকা যাবে না তো চোখের ইশারায়
দূরে থাকা কিগো যায়
বাতাসে যে স্বপ্ন ভেসে বেড়ায়
তোমার জন্য শুভেচ্ছা আর আশীর্বাদ।
রাখবো চিরকাল তোমার হাতে হাত
মন নিয়ে খেলা করো কেনো বলনা
দিনে দিনে করো তুমি বড় ছলনা
তারা হয়ে থাকো দূরে
মরীচিকা হয়ে প্রান্তরে

বাতাসের স্বপ্ন ভেসে বেড়ায়
কত দিন আশায় আশায়
হাওয়াই দলে ওই কাশ ফুল
তোমাকে ভালোবেসে করিনিকো ভুল
শহরতলির ছাদগুলি টিউলিপ হয়ে উঠেছে
সারিবদ্ধ নক্ষত্রের সমুদ্র ফুটেছে


মন নিয়ে খেলা করো কেনো বলনা
দিনে দিনে করো তুমি বড় ছলনা
তারা হয়ে থাকো দূরে
মরীচিকা হয়ে প্রান্তরে

,


তোমার চলার পথে দিয়ে যাবো ভালোবাসা
বিনিময়ে কিছু নেবো না একটু মুখের হাসি
এটুকু আশা

তোলো গিটার খানা
গাঁও জীবনের জন্য জয়গান
ভুলে যাও পুরোনো অভিমান
নীল নীল আকাশে
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাসে
এসো তুমি
যাও মন ভরিয়ে
ঝিরঝির করে বৃষ্টি
প্রাণ যায় জুড়িয়ে


তোমার সুরে সুর বাঁধবো আমি
মানা কর না তুমি
প্রথম দিনের হাসির আড়ালে ছিল ব্যথা
বলে দিয়ে ছিল সব না বলা কথা
মানে মুচকি হাসির আনাগোনা
তোলো গিটার খানা
গাঁও জীবনের জন্য জয়গান
ভুলে যাও পুরোনো অভিমান
নীল নীল আকাশে
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাসে
এসো তুমি
যাও মন ভরিয়ে
ঝিরঝির করে বৃষ্টি
প্রাণ যায় জুড়িয়ে

দুচোখে স্বপ্ন এখনো আছে লেগে
আমি ছিলাম সারারাত জেগে
কিছু তো হয়েছে আমার মনে
থাকি আনমনে
মন চায়  ভালোবাসা আরো কয়েক খানা
তোলো গিটার খানা
গাঁও জীবনের জন্য জয়গান
ভুলে যাও পুরোনো অভিমান
নীল নীল আকাশে
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাসে
এসো তুমি
যাও মন ভরিয়ে
ঝিরঝির করে বৃষ্টি
প্রাণ যায় জুড়িয়ে

তোমার চলার পথে দিয়ে যাবো ভালোবাসা
বিনিময়ে কিছু নেবো না একটু মুখের হাসি
এটুকু আশা





,



আর বেশি রাত একা থাকবো না আমি
দেখবো তোমাকে দুচোখে ভরে আমি
তুমি হবে আমার
প্রাণ যাবে জুড়ে
আকুতি জানাবো
তুমি আসবে ঘরে

মেঘের কাছে জল পাবো
গাছ লাগাবো ফল পাবো
পাখির কাছে গান পাবো
জমির কাছে ধান পাবো
তোমার কাছে পাবো ভালোবাসা
মুখের হাসি চোখের ভাষা

আর বেশি রাত একা থাকবো না আমি
দেখবো তোমাকে দুচোখে ভরে আমি
তুমি হবে আমার
প্রাণ যাবে জুড়ে
আকুতি জানাবো
তুমি আসবে ঘরে

মন বলছে তুমি আসবে কাছে
ভালোবাসা খুঁজি আমি বার বার
ভালবাসি বলবে আবার
ভালবাসি বলবে আবার
চোখে তোমার মন খুঁজে নেবো
না বলা কথা সব শুনে নেবো

আর বেশি রাত একা থাকবো না আমি
দেখবো তোমাকে দুচোখে ভরে আমি
তুমি হবে আমার
প্রাণ যাবে জুড়ে
আকুতি জানাবো
তুমি আসবে ঘরে



আমি আছি শুনবো তোমার গান
ভরাবো মন প্রাণ

Coming soon…….







































































































































































































3
Articles
Sona Moni
0.0
Book of poetry and lyrics.