shabd-logo

Chapter ২

11 October 2024

3 Viewed 3


২ টি কবিতা

তুমি কে তুমি কে  
আসিয়াছ আমার আঙিনায়
তুমি কে তুমি কে  
ভরিয়েছো মম মন
ভালোবাসায় ভালোবাসায়

ভালোবাসার খাচায় থেকো  
মনে আকাশের ছবি একো  
তুমি ফিরে এসো পাখির মত উরে  
থাকো গো হৃদয় জুড়ে।  
তুমি কে তুমি কে  
আসিয়াছ আমার আঙিনায়
তুমি কে তুমি কে  
ভরিয়েছো মম মন
ভালোবাসায় ভালোবাসায়

ক্লান্ত দুপুরের একমুঠো ছায়া হয়ে,
কষ্টগুলো দিয়ে যাও কিছু ধুঁয়ে।  
তুমি,এমন আকাশ হয়ো না
    যা মেঘে ঢেকে যাবে
তুমি, এমন সূর্য হয়ো না
    যা নিমেষে ডুবে যাবে
তুমি কে তুমি কে  
আসিয়াছ আমার আঙিনায়
তুমি কে তুমি কে  
ভরিয়েছো মম মন
ভালোবাসায় ভালোবাসায়


এই গোধুলী বেলায়,
কিছু সুখ নিয়ে আবির খেলায়,
এমন চাঁদ হয়ো না
   যা অমাবশ্যাই হারিয়ে থাকবে
এমন তারা হয়ো না
    যা বিলীন হয়ে যাবে

তুমি ফিরে আসো হয়ে অনন্য,
যখন নির্ঘুম থাকি তোমারি জন্য,
থাকি একা-একা যখন লাগে যে শূণ্য,
ভালোবেসে করো পূর্ণ ।
এই গোধুলী বেলায়,
কিছু সুখ নিয়ে আবির খেলায়,
এমন চাঁদ হয়ো না
   যা অমাবশ্যাই হারিয়ে থাকবে
এমন তারা হয়ো না
    যা বিলীন হয়ে যাবে
তুমি, এমন রোদ হয়ো না
   যা স্বাদের তরীকে ঘামিয়ে দিবে
তুমি, এমন শীতল হয়ো না
   যা বিবেক কে ভাবিয়ে তুলবে
সাঝেঁর মায়াকে ভালোবেসে,
থাকো মিশে তুমি উষ্ণাবেসে,
এই গোধুলী বেলায়,
কিছু সুখ নিয়ে আবির খেলায়,
এমন চাঁদ হয়ো না
   যা অমাবশ্যাই হারিয়ে থাকবে
এমন তারা হয়ো না
    যা বিলীন হয়ে যাবে

3
Articles
Sona Moni
0.0
Book of poetry and lyrics.