shabd-logo

Chapter ৩

11 October 2024

1 Viewed 1

২ টি গীতি কবিতা

নক্ষত্রের মতো টিমটিমে ভালোবাসা জ্বলুক।
জোড়া নীল তিমির জীবন পূর্ণ হোক।
বিচ্ছেদের মৃত্যু হোক!
বিচ্ছেদের মৃত্যু হোক!


দ্রুতগামী সময় থেমে যাক,
ঘড়ির কাঁটা গুলো থেমে যাক  
সুখের একটি মিনিট কে আকড়ে থাকুক
কোলাহলময় শহরতলী নিরব হোক

নক্ষত্রের মতো টিমটিমে ভালোবাসা জ্বলুক।
জোড়া নীল তিমির জীবন পূর্ণ হোক।
বিচ্ছেদের মৃত্যু হোক!
বিচ্ছেদের মৃত্যু হোক!

গ্রামে গাছের শুকনো পাতা ঝরুক  
একটি সু-দীর্ঘ  রাত আনন্দের হোক।
কোলাহলময় শহরতলী নিরব হোক
আলোর মতো অন্তরের গ্লানি মুছে যাক,  
নক্ষত্রের মতো টিমটিমে ভালোবাসা জ্বলুক।
জোড়া নীল তিমির জীবন পূর্ণ হোক।
বিচ্ছেদের মৃত্যু হোক!
বিচ্ছেদের মৃত্যু হোক!



আমার ভেতর থাকি আমি
কেউ রাখে না আমার খোঁজ খোঁজ রাখ না তুমি  
জানালার বাতাস তবু এসে নেই খোঁজ  
স্বপ্ন ভাঙ্গা এই শহরে বদলে গেলে রোজ।
সে যে তুমি সে যে তুমি তুমি সবার সেরা  
সে যে তুমি সে যে তুমি তুমি সিরফ মেরা   

আমি শিশির হয়ে জড়িয়ে গেছি তোমার পাশে  
শিশির হয়ে জড়িয়ে গেছি মধুর রাতের ঘাসে  
তুমি মিশে গেছো আমার অনুভবে  
না চেয়েও বুঝিনি ভালো বেসে ফেলেছি কবে  
আমার ভেতর থাকি আমি
কেউ রাখে না আমার খোঁজ খোঁজ রাখ না তুমি  
জানালার বাতাস তবু এসে নেই খোঁজ  
স্বপ্ন ভাঙ্গা এই শহরে বদলে গেলে রোজ।
সে যে তুমি সে যে তুমি তুমি সবার সেরা  
সে যে তুমি সে যে তুমি তুমি সিরফ মেরা   

আপন তুমি যাকেই ভাবো সেই তোমাকে করবে পর
মুখোশ পড়া মানুষ গুলো অনেক বেশি স্বার্থপর।
আমি একটি রাত চেয়েছি আলোয় আলোয় ভরা  
আমি একটি ফুল চেয়েছি শুধুই সুবাস ভরা  
সে যে তুমি সে যে তুমি তুমি সবার সেরা  
আমার ভেতর থাকি আমি
কেউ রাখে না আমার খোঁজ খোঁজ রাখ না তুমি  
জানালার বাতাস তবু এসে নেই খোঁজ  
স্বপ্ন ভাঙ্গা এই শহরে বদলে গেলে রোজ।
সে যে তুমি সে যে তুমি তুমি সবার সেরা  
সে যে তুমি সে যে তুমি তুমি সিরফ মেরা   


চোখের আড়াল হলেও তুমি মনের আড়াল নয়  
মন আমার সব সময় তোমার কথা ই কয়  
স্বপ্ন দিয়ে দেখি আমি সুখের সীমানা   
হৃদয় দিয়ে আকি আমি মনের ঠিকানা  


তুমি নদী নও তবে নদীর ঢেউ  
তোমায় দেখিনি তবু আমার চেনা কেউ
তুমি আমার আকাশ পথে রাঙা নদীর কূল  
তুমি আমার মেঘের বাগানে রজনীগন্ধা ফুল  
চোখের আড়াল হলেও তুমি মনের আড়াল নয়  
মন আমার সব সময় তোমার কথা ই কয়  
স্বপ্ন দিয়ে দেখি আমি সুখের সীমানা   
হৃদয় দিয়ে আকি আমি মনের ঠিকানা  


বিশ্বের আত্মায় যোগ প্রভু তোমার  
তোমার অন্তরে যোগ প্রভু আমার  
তুমি নেই মন্দিরে মসজিদে  
আছো মনের মসনদে  
সবে প্রেম করে যে জন
সেই তো প্রভু তোমার আপন
রাজা হয় ভিক্ষারি তোমারই লীলায়  
প্রজা হয় রাজা তোমারই দয়ায়  
চোখের আড়াল হলেও তুমি মনের আড়াল নয়  
মন আমার সব সময় তোমার কথা ই কয়  
স্বপ্ন দিয়ে দেখি আমি সুখের সীমানা   
হৃদয় দিয়ে আকি আমি মনের ঠিকানা

For more

https://me-vampr.app.link/DBFdfccdBNb

https://me-vampr.app.link/DBFdfccdBNbFor more click

https://me-vampr.app.link/I3i7t8fbBNb

Click here  

L

3
Articles
Sona Moni
0.0
Book of poetry and lyrics.