কেমন আছো সবাই এই শীতে?
জানি ভালোই লাগছে এই ঠান্ডা আমেজ ,রোদ্দুরে একটু বসে আমিও শীতের মজা নিচ্ছি।
ভাবছি,সেই ছোট্টবেলার শীত আর এখনের
শীত কিছুটা হলেও একই আছে।কি বলো বন্ধুরা?
শুধু পাত্র পাত্রী বদলে গেছে।মায়েদের স্থানে এখন আমরা আর আমাদের স্থান টুকু পূরণ করছে আমাদের নুতন প্রজন্ম।
মনে আছে এই মকর সংক্রান্তির ছুটি তে বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে কি মজাই না লাগতো,আমাদের গ্রামে তখন একটা মেলা বসতো জানি না আজও বসে কিনা একটা পুকুরের কাছে তাই ওই মেলার নাম ছিল বলপুকুরের মেলা।
বাবার সাথে যেতাম সকাল সকাল স্নান করে নুতন জামাকাপড় পরে খুব ভালো লাগতো।
আমার আবার খেলনার দিকে ঝোঁক বেশি থাকতো বাবা অবশ্য সব কিছুই কিনে দিতেন।
আমি দুষ্টু ছিলাম খুব, হাথ ছাড়িয়ে পুকুর পাড়ে চলে যেতাম তাই বাবা খেলনা দিয়ে আমায় ধরে রাখতেন।
এখন বসে বসে ওই মেলার কথা খুব মনে পড়ছে।গরম পাপর ভাজা,আলু চপ উফফফ সত্যিই কোনো 'স্যানিটাইজার' ছাড়াই পাতায় করে খেতাম।
সেই সব থেকে আজ কতো দূরে ,খুব কষ্ট হয় ।
এখন তো আমরা এইভাবে বাচ্চাদের খেতেই দেবো না।
ছোটবেলার স্মৃতিগুলো। ভিন্ন হতে পারে কিন্তু সেই সব দিন গুলি ফেলে আসার ব্যাথা তো এক, কি
বলো বন্ধুরা!
আমি বলেছি না আমি লেখিকা নই ,যা মনে আসে লিখি। তাই কথা গুলো বেশি সাজিয়ে পরিবশন করবার অক্ষমতা কে ক্ষমা করে দিও সবাই☺️🙏।
সোমা