জানি আমি আর এগোতে পারবো না কিন্তু চলে যাচ্ছি তবুও । এগিয়ে যেতেই হবে আমায় ,কিছু আর উপায় নেই।
আমি মানে একটি পথ যার ওপর দিয়ে কতো বাহন রাত দিন চলেই যাচ্ছে দেখে মনে হয় সবাই শুধু চলছে কারোর কাছে সময় নেই দাড়িয়ে থাকার।
যখন রাত খুব গভীর হয় তখনই আমার মন কেমন যেনো হয়ে যায়...মন হা হা হা! আমি এক নির্জীব রাস্তা আমার কি মন থাকতে পারে!
পারে গো পারে যদি জীবিত মানুষদের মন মরে যায় তাহলে আমাদের মতো নির্জীব দের মন বেঁচে উঠবে এতে আর আশ্চর্য কি!
আমি এক শহুরে পথ আমার সারাদিনের কথা বলতে গেলে তো, তা শেষ হবে না কখনই।
কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করেছি মানুষ সম্পর্কে তাই বলতে পারি যে , যতই আমার চারিদিকে কংক্রিটের ইমারত নির্মাণ হচ্ছে তার থেকেও মানুষের মন বেশি কংক্রিট হয়েছে।
এই তো সেদিন দেখলাম আমার আশেপাশে যে মানুষগুলি ভিক্ষে খুঁজে পেট চালায় তাদের মধ্যে একজন গাড়ির নিচে মরে পড়ে আছে কিন্তু কই কেউ তো গ্রাহ্য করলো না,সবার কাছে সময়ের খুব অভাব যে! আমি দেখেছি একটা কাক যদি মরে যায় কিংবা কোনো পিঁপড়ে তো ওদের দল জমা হয়ে শোক পালন করে। অবশ্য ওই সব তুচ্ছ জীব দের সাথে কি মানুষদের তুলনা করতে পারি? না না করা উচিৎ নয়।
আজ এখানেই ইতি টানলাম।আবার আসবো তোমাদের মঞ্চে ।
ইতি ..একটা পথ