shabd-logo

সোমার কলম

15 January 2024

4 Viewed 4

জানি আমি আর এগোতে পারবো না কিন্তু চলে যাচ্ছি তবুও । এগিয়ে যেতেই হবে আমায় ,কিছু আর উপায় নেই।

আমি মানে একটি পথ যার ওপর দিয়ে কতো বাহন রাত দিন চলেই যাচ্ছে দেখে মনে হয় সবাই শুধু চলছে কারোর কাছে সময় নেই দাড়িয়ে থাকার।

যখন রাত খুব গভীর হয় তখনই আমার মন কেমন যেনো হয়ে যায়...মন হা হা হা! আমি এক নির্জীব রাস্তা আমার কি মন থাকতে পারে!

পারে গো পারে যদি জীবিত মানুষদের মন মরে যায় তাহলে আমাদের মতো নির্জীব দের মন বেঁচে উঠবে এতে আর আশ্চর্য কি!

আমি এক শহুরে পথ আমার সারাদিনের কথা বলতে গেলে তো, তা শেষ হবে না কখনই।

কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করেছি মানুষ সম্পর্কে তাই বলতে পারি যে , যতই আমার চারিদিকে কংক্রিটের ইমারত নির্মাণ হচ্ছে তার থেকেও মানুষের মন বেশি কংক্রিট হয়েছে।

এই তো সেদিন দেখলাম আমার আশেপাশে যে  মানুষগুলি ভিক্ষে খুঁজে পেট চালায় তাদের মধ্যে একজন গাড়ির নিচে মরে পড়ে আছে কিন্তু কই কেউ তো গ্রাহ্য করলো না,সবার কাছে সময়ের খুব অভাব যে! আমি দেখেছি একটা কাক যদি মরে যায় কিংবা কোনো পিঁপড়ে তো ওদের দল জমা হয়ে শোক পালন করে। অবশ্য ওই সব তুচ্ছ জীব দের সাথে কি মানুষদের তুলনা করতে পারি? না না  করা উচিৎ নয়।

আজ এখানেই ইতি টানলাম।আবার আসবো তোমাদের মঞ্চে ।

ইতি ..একটা পথ

4
Articles
Soma Sharma এর ডায়েরি
0.0
কিছু কিছু স্মৃতি
1

সোমার কলম

15 January 2024
0
0
0

জানি আমি আর এগোতে পারবো না কিন্তু চলে যাচ্ছি তবুও । এগিয়ে যেতেই হবে আমায় ,কিছু আর উপায় নেই। আমি মানে একটি পথ যার ওপর দিয়ে কতো বাহন রাত দিন চলেই যাচ্ছে দেখে মনে হয় সবাই শুধু চলছে কারোর কাছে সময়

2

সোমার কলম

15 January 2024
0
0
0

কেমন আছো সবাই এই শীতে? জানি ভালোই লাগছে এই ঠান্ডা আমেজ ,রোদ্দুরে একটু বসে আমিও শীতের মজা নিচ্ছি। ভাবছি,সেই ছোট্টবেলার শীত আর এখনের শীত কিছুটা হলেও একই আছে।কি বলো বন্ধুরা? শুধু পাত্র পাত্রী বদলে গে

3

সোমার কলম

15 January 2024
0
0
0

আজ ভাবলাম বাংলা ভাষায় কিছু কথা বলি।যে ভাষায় আমরা প্রথম মা বলে ডেকে উঠি তাই হয় আমাদের মাতৃভাষা।তাহলে আমার মতো অবাঙালি নিজের মাতৃভাষা কোন্ ভাষাকে বলবে বুঝতে পারি না।হ্যাঁ যা বলতে চাইছিলাম ,আমি মাঝেমধ

4

সোমার কলম( ভালোবাসা)

16 January 2024
0
0
0

ভালোবাসা এই ছোট্ট শব্দে এমন এক জাদু আছে যা প্রতিটি পরিস্থিতি তে প্রভাবিত করে চলেছে,শুধু পরিস্থিতি নয় প্রত্যেক ব্যক্তি কে। বয়স ,ধর্ম,সংস্কৃতি সে সবের ঊর্ধ্বে এই শব্দ।আমি এখানে কোনো বিশেষ সম্পর্

---