ভৃত্যসঙ্গে গজপতি বিদ্যাদিগ্নযজ্ঞ কক্ষমধ্যে প্রবেশ করিলে রাজকুমার জিজ্ঞাসিলেন, “আপনি ব্রাহ্মণ?"
দিগ্গপজ হস্তভঙ্গী সহিত কহিলেন, "যাবৎ মেরৌ স্থিতা দেবা যাবদ্ গঙ্গা মহীতলে, অসারে খলু সংসারে সারং শ্বশুরমন্দিরং।"
জগৎসিংহ হাস্য সংবরণ করিয়া প্রণাম করিলেন। গজপতি আশীর্বাদ করিলেন, “খোদা খাঁ বাবুজীকে ভাল রাখুন।
রাজপুত্র কহিলেন, “মহাশয়, আমি মুসলমান নহি, আমি হিন্দু।"
দিয়িজ মনে করিলেন, “বেটা যবন, আমাকে ফাঁকি দিতেছে কি একটা মতলব আছে। নহিলে আমাকে ডাকিবে কেন? ভয়ে বিষণ্ণবদনে কহিলেন, "খাঁ বাবুজী, আমি আপনাকে চিনি; আপনার অন্নে প্রতিপালন, আমায় কিছু বলিবেন না, আপনার শ্রীচরণের দাস আমি।"
জগৎসিংহ দেখিলেন, ইহাও এক বিঘ্ন। কহিলেন, "মহাশয়, আপনি ব্রাহ্মণ; আমি রাজপুত, আপনি এরূপ কহিবেন না; আপনার নাম গজপতি বিদ্যাদিয়েজ?"
দিগ্ন জ ভাবিলেন, ঐ গো! নাম জানে! কি বিপদে ফেলিবে?" করজোড়ে কহিলেন, “দোহাই সেখজীর। আমি গরিব! আপনার পায়ে পড়ি।"
জগৎসিংহ দেখিলেন, ব্রাহ্মণ যেরূপ ভীত হইয়াছে, তাহাতে স্পষ্টত: উহার নিকট কোন কার্যসিদ্ধি হইবে না। অতএব বিষয়ান্তরে কথা কহিবার জন্য কহিলেন, "আপনার হাতে ও কি পুতি ?" “আজ্ঞা এ মাণিকপীরের পুতি!" “ব্রাহ্মণের হাতে মাণিক পীরের পুতি।"
"আজ্ঞা, – আজ্ঞা, আমি ব্রাহ্মণ ছিলাম, এখন ত আর ব্রাহ্মণ নই।" রাজকুমার বিস্ময়াপন্ন হইলেন, বিরক্তও হইলেন। কহিলেন, “সে কি? আপনি গড় মান্দারণে থাকিতেন না?
দিয়নজ ভাবিলেন, “এই সর্বনাশ করিল! আমি বীরেন্দ্রসিংহের দুর্গে থাকিতাম, টের পেয়েছে৷ বীরেন্দ্রসিংহের যে দশা করিয়াছে, আমারও তাই করিবে।" ব্রাহ্মণ হ্রাসে কাঁদিয়া ফেলিল। রাজকুমার কহিলেন, ও কি ও!"
দিগ্গনজ হাত কচলাইতে কচলাইতে কহিলেন, "দোহাই খাঁ বাবা! আমার মের না বাবা ! আমি তোমার গোলাম বাবা! তোমার গোলাম বাবা!"
“তুমি কি বাতুল হইয়াছ?”
"না বাবা! আমি তোমারই দাস বাবা! আমি তোমারই বাবা!
জগৎসিংহ অগত্যা ব্রাহ্মণকে সুস্থির করিবার জন্য কহিলেন, "তোমার কোন চিন্তা নাই, তুমি একটু মাণিকপীরের পুতি পড় আমি শুনি।" ব্রাহ্মণ মাণিকপীরের পুতি লইয়া সুর করিয়া পড়িতে লাগিল। যেরূপ যাত্রার বালক অধিকারীর কানমলা খাইয়া গীত গায়, দিপ্লয়জ পণ্ডিতের সেই দশা হইল।
ক্ষণেক পরে রাজকুমার পুনর্বার জিজ্ঞাসা করিলেন, "আপনি ব্রাহ্মণ হইয়া মাণিকপীরের পুতি পড়িতেছিলেন কেন?" ব্রাহ্মণ সুর থামাইয়া কহিল , "আমি মোছলমান হইয়াছি।"
রাজপুত্র কহিলেন, “সে কি?" গজপতি কহিলেন, "যখন মোছলমান বাবুরা গড়ে এলেন, তখন আমাকে কহিলেন যে, আয় বামন তোর জাতি মারিব। এই বলিয়া তাঁহারা আমাকে ধরিয়া লইয়া মুরগির পালো রাঁধিয়া খাওয়াইলেন।" "পালো কি?"
দিগ্গমজ কহিলেন, "আতপ চাউল ঘৃতের পাক।" রাজপুত্র বুঝিলেন পদার্থটা কি। কহিলেন, "বলিয়া যাও!"
"তারপর আমাকে বলিলেন, 'তুই মোছলমান হইয়াছিস সেই অবধি আমি মোছলমান।"
রাজপুত্র এই অবসরে জিজ্ঞাসা করিলেন, আর আর সকলের কি হইয়াছে?" "আর আর ব্রাহ্মণ অনেকেই ঐরূপ মোছলমান হইয়াছে।"
রাজপুত্র ওসমানের মুখপানে দৃষ্টি করিলেন। ওসমান রাজপুত্রকৃত নির্বাক তিরষ্কার বুঝিতে পারিয়া কহিলেন, "রাজপুত্র, ইহাতে দোষ কি? মোছলমানের বিবেচনায় মহম্মদীয় ধর্মই সত্য ধর্ম বলে হউক, ছলে হউক, সত্যধর্মপ্রচারে আমাদের মতে অধর্ম নাই, ধর্ম আছে।"
রাজপুত্র উত্তর না করিয়া বিদ্যাদির জকে প্রশ্ন করিতে লাগিলেন, "বিদ্যাদিয় জ মহাশয়।"
"আজ্ঞা এখন সেখ দিজ।"
"আচ্ছা তাই; সেখজী, গড়ের আর কাহারও সংবাদ আপনি জানেন না?"
ওসমান রাজপুত্রের অভিপ্রায় বুঝিতে পারিয়া উদ্বিগ্ন হইলেন। দিয়গঞ্জ কহিলেন, আর অভিরাম স্বামী পলায়ন করিয়াছেন।
" রাজপুত্র বুঝিলেন, নির্বোধকে স্পষ্ট স্পষ্ট জিজ্ঞাসা না করিলে কিছুই শুনিতে পাইবেন না। কহিলেন, "বীরেন্দ্রসিংহের কি হইয়াছে?"
ব্রাহ্মণ কহিলেন, "নবাব কতলু খাঁ তাঁহাকে কাটিয়া ফেলিয়াছেন!" রাজপুত্রের মুখ রক্তিমবর্ণ হইল। ওসমানকে জিজ্ঞাসা কহিলেন, "সে কি? এ ব্রাহ্মণ অলীক কথা কহিতেছে?"
ওসমান গম্ভীরভাবে কহিলেন, "নবাব বিচার করিয়া রাজবিদ্রোহী জ্ঞানে প্রাণদণ্ড করিয়াছেন।"
রাজপুত্রের চক্ষুতে প্রোজ্জ্বল হইল। ওসমানকে জিজ্ঞাসিলেন "আর একটা নিবেদন করিতে পারি কি? কার্য কি আপনার অভিমতে হইয়াছে?
ওসমান কহিলেন, “আমার পরামর্শের বিরুদ্ধে।
রাজপুত্র বহুক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। ওসমান সুসময় পাইয়া দিয়জজকে কহিলেন, “তুমি এখন বিদায় হইতে পার।”
দিগ্নতঞ্জ গাত্রোত্থান করিয়া চলিয়া যায়, কুমার তাঁহার হস্ত ধারণপূর্বক নিবারণ করিয়া কহিলেন, “আর এক কথা জিজ্ঞাসা; বিমলা কোথায়?"
ব্রাহ্মণ নিশ্বাস ত্যাগ করিল, একটু রোদনও করিল। কহিল, "বিমলা এখন নবাবের উপপত্নী।"
রাজকুমার বিদ্যুদ্দৃষ্টিতে ওসমানের প্রতি চাহিয়া কহিলেন, "এও সত্য?”
ওসমান কোন উত্তর না করিয়া ব্রাহ্মণকে কহিলেন, “তুমি আর কি করিতেছ? চলিয়া যাও।"
রাজপুত্র ব্রাহ্মণের হস্ত দৃঢ়তর ধারণ করিলেন, যাইবার শক্তি নাই। কহিলেন, "আর এক মুহূর্ত রহ; আর একটি কথা মাত্র।” তাঁহার আরক্ত লোচন হইতে দ্বিগুণতর অগ্নি বিষ্ণুরণ হইতেছিল, আর একটা কথা। তিলোত্তমা?"
ব্রাহ্মণ উত্তর করিল, তিলোত্তমা নবাবের উপপত্নী হইয়াছে। দাসদাসী লইয়া তাহারা স্বচ্ছন্দে আছে।"
রাজকুমার বেগে ব্রাহ্মণের হস্ত নিক্ষেপ করিলেন, ব্রাহ্মণ পড়িতে পড়িতে রহিল। ওসমান লজ্জিত হইয়া মৃদুভাবে কহিলেন, "আমি সেনাপতি মাত্র।" রাজপুত্র উত্তর করিলেন, "আপনি পিশাচের সেনাপতি।