shabd-logo
Shabd Book - Shabd.in

গীতাঞ্জলি

রবীন্দ্রনাথ ঠাকুর

14 Chapters
0 Person has added to Library
3 Readers
Free

গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। ১৯০৮-০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালের ৫ সেপ্টেম্বর (১৩১৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে) গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটি কলকাতার ইন্ডিয়ান পাবলিশিং হাউসের পক্ষে সতীশচন্দ্র মিত্র প্রথম প্রকাশ করেন এবং মুদ্রক ছিলেন কান্তিক প্রেসের মতিলাল গঙ্গোপাধ্যায়। 

giitaanyjli

0.0(0)

Parts

1

পবিত্র সরকার

10 October 2023
0
0
0

প্রাককথন ২০১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল পুরষ্কার-প্রাপ্তির একশো বছর পূর্ণ হল। গীতাঞ্জলি : সং অফারিংস বইটির জন্য তাঁর নোবেল পুরস্কার প্রাপ্তি। লন্ডনের ইন্ডিয়া সোসাইটি এই বইটি প্রকাশ

2

ভূমিকা

11 October 2023
1
0
0

অল্প কয়েকদিন আগে এক বিশিষ্ট বাঙালি চিকিৎসককে আমি বলি, আমি জার্মান জানি না, কিন্তু যদি কোনও জার্মান কবির কাব্যের অনুবাদ আমায় মুগ্ধ করে, আমি ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে এমন সমস্ত ইংরেজি বইয়ের খোঁজ করব য

3

সূচীপত্র

11 October 2023
0
0
0

অনেক কালের যাত্রা আমার আজি ঝড়ের রাতে তোমার অভিসার আজি শ্রাবণঘন-গহন মোহে  আমার এ গান ছেড়েছে তার  আমার এই পথ-চাওয়াতেই  আমার খেলা যখন ছিল তোমার সনে  আমার ঘরেতে আর নাই সে যে নাই  আ

4

প্রথম অধ্যায

14 October 2023
0
0
0

 আমারে তুমি অশেষ করেছ                                                     এমনি লীলা তর।                                             ফুরায়ে ফেলে আবার ভরেছ                                           

5

দ্বিতীয় অধ্যায়

15 October 2023
0
0
0

আমি হেথায় থাকি শুধু                                        গাইতে তোমার গান,                                                                     দিয়ো তোমার জগৎসভায়                           

6

তৃতীয় অধ্যায়

17 October 2023
0
0
0

                 জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,                         ছাড়াতে গেলে ব্যথা বাজে।                 মুক্তি চাহিবারে তোমার কাছে যাই                        চাহিতে গেলে মরি

7

চতুর্থ অধ্যায়

19 October 2023
1
0
0

  ভেবেছিনু মনে যা হবার তারি শেষে                           যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে।                                 নাই বুঝি পথ, নাই বুঝি আর কাজ,                                 পাথেয়

8

পঁচম অধ্যায়

20 October 2023
0
0
0

 আমার মিলন লাগি তুমি                      আসছ কবে থেকে।                 তোমার চন্দ্র সূর্য তোমায়                        রাখবে কোথায় ঢেকে।                                    কত কালের সক

9

ষষ্ঠ অধ্যায়

24 October 2023
0
0
0

   তুমি অকস্মাৎ                                 আমায় কিছু দাও গো' বলে                                   বাড়িয়ে দিলে হাত।                         এ কী কথা রাজাধিরাজ,                     

10

সপ্তম অধ্যায়

25 October 2023
0
0
0

                                     আলো, আমার আলো, ওগো                                            আলো ভুবনভরা।                                      আলো নয়ন-ধোওয়া আমার                    

11

আঠম অধ্যায়

26 October 2023
1
0
0

               অমাবস্যা আঁধার দুই-পহরে                                          জিজ্ঞাসিলাম তাহার কাছে গিয়ে,                                        “ওগো, তুমি চলেছ কার তরে                  

12

নবম অধ্যায়

27 October 2023
0
0
0

তব রবিকর আসে কর বাড়াইয়া  এ আমার ধরণীতে।   সারাদিন দ্বারে রহে কেন দাঁড়াইয়া  কী আছে কী চায় নিতে।  রাতের আঁধারে ফিরে যায় যবে, জানি  নিয়ে যায় বহি মেঘ-আবরণখানি,  নয়নের জলে রচিত

13

দশম অধ্যায়

29 October 2023
0
0
0

বিধি যেদিন ক্ষান্ত দিলেন  সৃষ্টি করার কাজে  সকল তারা উঠল ফুটে  নীল আকাশের মাঝে।  নবীন সৃষ্টি সামনে রেখে  সুরসভার তলে  ছায়াপথে দেবতা সবাই  বসেন দলে দলে।  গাহেন তাঁরা, ‘কী আনন্দ

14

এগারোয়া অধ্যায়

29 October 2023
0
0
0

সেদিন আমার রবে না ঘর,  কেই-বা আপন, কেই-বা অপর,  বিজন রাতে পতির সাথে  মিলবে পতিব্রতা। মরণ, আমার মরণ,  তুমি কও আমারে কথা। একদিন এই দেখা হয়ে যাবে শেষ,  পড়িবে নয়ন-'পরে অন্তিম নিমেষ। পরদিনে এইমত

---