ভুমিকা:
দুর্গাপূজা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব I এ উৎসবে সকলেই আনন্দে যেতে ওঠে। বাঙালির ঘরে ঘরে আনন্দের স্রোত বইতে থাকে ৷
প্রস্তুতি:
এ সময় প্রত্যেক বাঙালি হিন্দুই সাধ্যমতো নতুন নতুন জামাকাপড় কিনে থাকে ৷ এজন্যে পূজার প্রায় একমাস আগে থেকেই জামাকাপড়ের দোকানে ভিড় পড়ে যায়৷ পূজা উপলক্ষ্যে প্রায় একমাস স্কুল কলেজ বন্ধ থাকে I অফিস আদালতও এসময় কয়েকদিন ছুটি থাকে ৷ যাঁরা দূরে বা বিদেশে থেকে চাকরি বা লেখাপড়া করেন, তাঁরা এ সময়ে বাড়ি ফিরে আসেন।
সময়:
আমাদের এই পশ্চিমবঙ্গে শরৎকালে ও বসন্তকালে বছরে মোট দু বার দুর্গাপূজা হয় ৷ শরৎকালের পূজাকে ‘শারদীয়া পূজা’ আর বসন্তকালের পূজাকে ‘বাসন্তী পূজা’ বলা হয় । আমাদের দেশে শারদীয়া পূজারই প্রচলন বেশি ।
বর্ণনা:
দুর্গা তাঁর বাহন সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন, তাঁর বাঁদিকে বীণা হাতে তাঁর এক কন্যা সরস্বতী, ডাইনে অন্য কন্যা লক্ষ্মী ৷ সরস্বতীর বাঁদিকে তিরধনুক হাতে এক পুত্র কার্তিক আর লক্ষ্মীর ডানদিকে আর-এক পুত্র হস্তীমুখ গণেশকে দেখা যায় ৷ দুর্গা মহিষাসুরকে বধ করছেন ৷
মহালয়া
মহালয়া , দুর্গাপুজোর আগে আমাবস্যার দিনে পালিত হয় । মহালয়া থেকেই বাঙ্গালীদের দুর্গ পুজোর উৎসব প্রায় আরম্ভ হয়ে যায় ।এই দিন হিন্দুরা শাস্ত্র অনুসারে পূর্ব পুরুষদের প্রতি তর্পণ করে থাকেন। এই দিনে ভারতের বেশ কিছু টিভি চ্যানেলে, ইন্টারনেটে বা রেডিওতে দেবী দুর্গার ইতিহাস ও স্বরূপ অভিনয়ের মাধ্যমে দেখানো হয়। এই দিনে ভোর চারটা থেকে এই অনুষ্ঠানগুলি আরম্ভ হয়।
দুর্গাপূজার সময়কাল
Durga Puja পুজোর সময় সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, দুর্গা সপ্তমী, মহা অষ্টমী, মহান নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে দেবিপক্ষ বলা হয়।